Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

এশিয়ান ইউনিভার্সিটিতে কর্মশালা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে শিক্ষা দেবার জন্য ‘ওয়ার্কশপ অন নেটওয়ার্কিং থ্রো সোশ্যাল মিডিয়া’ শিরোনামে কর্মশালার আয়োজন করে। এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফেসবুক, টুইটার এবং ইউটিউবের সাথেই তারা বেশি সম্পৃক্ত। সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং ব্র্যান্ডিংয়ে সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগানো যায় এসব বিষয়ের উপর হাতে-কলমে ট্রেনিং সেশন পরিচালনা করেন যথাক্রমে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ আব্দুল্লাহ এম তাহের এবং ইঞ্জিনিয়ার আহসান আরিফ। বিশ্ববিদ্যালয়ের আইটি ডিরেক্টর ড. মুহাম্মদ জাফার সাদেকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর স্টুডেন্ট অ্যাফেয়ার্স মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, ডেপুটি ডিরেক্টর জনসংযোগ হাশিম রনি প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ