পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বলুন তো কে কখনও ঘুমায় না? আচ্ছা, আর একটু সহজ করে দিচ্ছি। যার কথা বলছি, সেটা একটা হোম অ্যাপ্লায়েন্স, যা আপনার বাড়িতেই আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা রেফ্রিজারেটরের কথাই বলছি! আপনি ঘুমিয়ে থাকলেও আপনার রেফ্রিজারেটর কিন্তু সারাক্ষণ খাবার-দাবার পাহারা দিয়ে রাখে, যাতে সেটা নষ্ট না হয়! আর এজন্যই রেফ্রিজারেটরকে সারাক্ষণ সচল থাকতে হয়। বুঝতেই পারছেন, সারাক্ষণ যেহেতু সচল থাকতে হয়, সেজন্য তার জ্বালানিও বেশি লাগে। ফলে মাস শেষে আপনাকে বিদ্যুৎ বিলের টাকাও বেশি দিতে হয়। আপনার ওপর থেকে বিদ্যুৎ বিলের এই বাড়তি বোঝা কমাতেই স্বনামধন্য হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিগুলো তাদের রেফ্রিজারেটরের কুলিং মেকানিজমে জ৬০০ধ গ্যাস (রেফ্রিজারেন্ট)-এর সংযোজন করছে। এতে করে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কম বিদ্যুৎ খরচ হয়। ফলে মাস শেষে রেফ্রিজারেটর ব্যবহার বাবদ আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসে। উন্নত বিশ্ব এই গ্যাসের ব্যবহার অনেক আগেই শুরু করেছে। সম্প্রতি বিশ্বের অন্যান্য প্রান্তেও এর ব্যবহার শুরু হয়েছে। বাংলাদেশেরও কিছু রেফ্রিজারেটর ব্র্যান্ড ইতিমধ্যেই এই জ৬০০ধ গ্যাসের ব্যবহার শুরু করেছে। ভাবছেন, এটা আবার কি ধরনের মেকানিজম, যা ৫০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয়ী। তাহলে একটু পিছনে যেতে হয়। গত শতকের নব্বইয়ের দশকের কথা। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে তখন বিশ্বজুড়ে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। তার প্রভাব পড়ছে দেশে দেশে। কোনো দেশে খুব শীত পড়ছে। আবার কোনো দেশ পুড়ছে খরায়। সেই সময়ে পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিনপিস জার্মানির ফ্রিয়ন নামের একটি কোম্পানির সাথে মিলে গ্রিনফ্রিজ নামে একটি প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্প থেকেই রেফ্রিজারেটরে জ৬০০ধ গ্যাস ব্যবহার শুরু হয়। উল্লেখ্য, প্রতিটি রেফ্রিজারেটরে কুলিং মেকানিজমের অংশ হিসেবে গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, যা ফ্রিজের কম্পার্টমেন্টকে ঠান্ডা রাখে। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।