পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আফজাল বারী : দেশে গণতন্ত্র যখন বিপন্ন; প্রতিপক্ষের রাজনীতিবিদদের প্রতি কুৎসা রটনায় অভ্যস্ত। ক্ষণিকের সহাবস্থান মরুতে বৃষ্টির সম। রাজনীতিতে সৌজন্যতাবোধের রেওয়াজ যখন যাদুঘরের পথে। তখন দৃষ্টান্ত স্থাপন করছেন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য যে সুরঞ্জিত সেনগুপ্ত সারা জীবন ভিন্ন মতের রাজনীতি কিংবা প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি করার কারণে বেগম খালেদা জিয়াকে, জিয়া পরিবারকে তুচ্ছজ্ঞান করতেন।
তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে ‘গোলাপী’ নামে ব্যঙ্গ ও কটাক্ষ করতেও বাকি রাখেননি। খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেন বলেছেন, বেগম খালেদা জিয়া চরম হতাশায় কাবু হয়ে উল্টা-পাল্টা বকছেন। গত ২২ জানুয়ারি সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ‘জামায়াত-বিএনপি চক্র লিটনকে হত্যা করেছে। লিটন হত্যার ঘটনায় খালেদা জিয়াকে এক নম্বর আসামি করা উচিত।’
সেই সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর নেতিবাচক সেসবের কিছুই মনে রাখেননি খালেদা জিয়া। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে যে শোকবার্তা দিয়েছেন তাতে খালেদা জিয়ার মহত্ততাই ফুটে উঠেছে। রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
বর্ষীয়ান রাজনীতিবিদ ও সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনোদিন ভুলবে না। সুরঞ্জিতকে একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সব সময় সোচ্চার থেকেছেন। তিনি ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে গণমানুষের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখে বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি ও সামাজিক অগ্রগতির পক্ষে ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। দেশের স্বাধিকারের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আমাদের রাষ্ট্রীয় সংবিধানের একজন রচয়িতা হিসেবে তার ভূমিকা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। বিবৃতিতে সুরঞ্জিতের শোকাহত পরিবার, স্বজন, গুণগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতাও জানান।
শুধু তাই নয় সুরঞ্জিত সেনের লাশ দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সুরঞ্জিত সেনের বাসায় পাঠান।
শোক প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি (সুরঞ্জিত সেন) ছিলেন মনেপ্রাণে একজন খাঁটি রাজনীতিবিদ। জাতীয় সংসদে একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান। আমাদের রাষ্ট্র গঠনে সুরঞ্জিত সেনগুপ্তের অনন্য ভূমিকা দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই বর্ষীয়ান নেতা পৃথিবী থেকে বিদায় নেয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরনের শূন্যতার সৃষ্টি হলো।
দলীয় প্রধানের এমন উদারতা দেখে দলের অন্য নেতারাও আজীবন বৈপরীত রাজনৈতিক দলের নেতা সুরঞ্জিত সেনের প্রতি মহানুভবতা দেখিয়েছেন, শোক প্রকাশ করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন সুরঞ্জিতের লাশে।
সুরঞ্জিত সম্পর্কে স্মৃতি চারণ করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন ক্ষণজন্মা রাজনৈতিক নেতা। তার মৃত্যুতে সত্যিই জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান ইতিহাসে লেখা থাকবে এবং একজন সুদক্ষ প্রতিভাবান পার্লামেন্টারিয়ান হিসেবে তার নাম পার্লামেন্টের ইতিহাসে থেকে যাবে।
খালেদা জিয়ার স্থাপন করা এই দৃষ্টান্ত সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে জাগ্রত হোক, অব্যাহত থাকুকÑ এমনটাই প্রত্যাশা করে সাধারণ মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।