পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে যেসব ব্যাংক আইনি সীমার চেয়ে বেশি বিনিয়োগ করেছে, সেগুলোর বাড়তি বিনিয়োগ সমন্বয়ে মেয়াদ বাড়ছে। বিষয়টি নিয়ে কাজ করছে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। নির্দিষ্ট সময়ের পূর্বেই এই সমন্বয়ের কাজ শেষ হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের সচিব ড. আসলাম আলম। গতকাল সচিবালয়ে এ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। এসময় তাদেরকে এ সমন্বয়ের মেয়াদ বাড়ানোর কথা নিশ্চিত করেন ড. আসলাম আলম। বিএমবিএর সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ অর্থসূচককে বলেন, আমরা আজকে সচিব মহোদয়ের সঙ্গে কয়েকটি বিষয়ে আলোচনা করতে গিয়েছিলাম।
পুঁজিবাজারে ব্যাংকগুলোর বাড়তি বিনিয়োগ সমন্বয়ে ২ বছর সময় বাড়ানোর প্রক্রিয়া সম্পর্কে জানা ছিল এই আলোচনার মূল উদ্দেশ্য।
তিনি বলেন, পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে বলে জানিয়েছেন সচিব মহোদয়। নির্দিষ্ট সময়ে এই প্রক্রিয়া শেষ হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
প্রসঙ্গত, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন অনুসারে তফসিলি ব্যাংকগুলো পুঁজিবাজারে নিজ নিজ রেগুলেটরি ক্যাপিটালের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। ২০১৩ সালে আইন সংশোধন করে এ সীমা বেঁধে দেওয়া হয়। আর সীমার বেশি বিনিয়োগ যাদের রয়েছে, তাদেরকে ৩ বছরের মধ্যে বাড়তি বিনিয়োগ সমন্বয় করার সময় বেঁধে দেওয়া হয় আইনে। এ অনুসারে চলতি বছরের ২৩ জুলাইয়ের মধ্যে বাড়তি বিনিয়োগ সমন্বয় করার কথা।
কিন্তু সা¤প্রতিক বাজার পরিস্থিতি অনুকূল নয় বলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের শেয়ার বিক্রি করে বিনিয়োগ সমন্বয় করতে পারছে না। এ সময়ের মধ্যে তারা শেয়ার বিক্রি করতে বাধ্য হলে বাজার পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এ আতঙ্কে বাজারও গতিশীল হতে পারছে না। এমন বাস্তবতায় বেশ কিছুদিন ধরে সমন্বয়ের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছেন স্টক এক্সচেঞ্জ, বিএমবিএ নেতাসহ সংশ্লিষ্টরা। এসব বাস্তবতায় গত নভেম্বর মাসে সমন্বয়ের মেয়াদ ২ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।