Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোল্যান্ড কৃষি পণ্য সংরক্ষণ ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পোল্যান্ড কৃষি পণ্য সংরক্ষণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি গতকাল বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে সফররত পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপ-মন্ত্রী রাডাসেøা দোমাগালস্কি লেবেজকির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আগামী অল্প দিনের মধ্যে পোল্যান্ডে বাংলাদেশের রপ্তানি এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। পোল্যান্ড বাংলাদেশের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। পোল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য।
তিনি বলেন, ইউরোপীয়ন ইউনিয়নের ‘অস্ত্র ছাড়া সকল পণ্য রপ্তানি’ নীতির আওতায় বাংলাদেশ পোল্যান্ডে জিএসপি সুবিধা পেয়ে আসছে। পোল্যান্ডের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে।
তোফায়েল বলেন, পোল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রক্রিয়া চলছে। এর ফলে পোল্যান্ডে বাংলাদেশের তৈরি পণ্যের রপ্তানি আরো বাড়বে।
তিনি বলেন, পোল্যান্ড বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী। তারা বিশেষ করে কঠিন শিলা খাত এবং কৃষি পণ্য সংরক্ষণ ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ এবং পোল্যান্ডের ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব হবে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে এ মুহূর্তে ৩০টি স্পেশাল ইকনোমিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। বিনিয়োগে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। পোল্যান্ডেকে এখানে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। কঠিন শিলা সেক্টরে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে পোল্যান্ডের, এ খাতে তারা বাংলাদেশে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের কৃষি পণ্য সংরক্ষণ ও প্রসেসিং ইনডাস্ট্রিতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড।
পোল্যান্ডের ডেপুটি মিনিস্টার বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। পোল্যান্ড বাংলাদেশের কঠিন শিলা সেক্টর ও ফুড প্রোসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেলের সাথে পোল্যান্ডের চলমান বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, গত অর্থ বছরে বাংলাদেশ পোল্যান্ডে রপ্তানি করেছে ৪৯৪.৩৪ মিলিয়ন ইউএস ডলার মূল্যের পণ্য। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৩৯.৫০ মিলিয়ন ইউএস ডলার মূল্যের পণ্য।
বাংলাদেশের পক্ষে বাণিজ্য ব্যবধান ৫৫৪.৮৪ মিলিয়ন ইউএস ডলার। পোল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, চাড়াজাত পণ্য টেবিল ওয়্যারসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডবিøউটিও সেল) শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Rafiqul Islam ২২ জানুয়ারি, ২০২৩, ৯:৫০ পিএম says : 0
    I have experience in agriculture work, I am working in Maloshia for 8 years in agriculture work
    Total Reply(0) Reply
  • Rafiqul Islam ২২ জানুয়ারি, ২০২৩, ৯:৫০ পিএম says : 0
    I have experience in agriculture work, I am working in Maloshia for 8 years in agriculture work
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোল্যান্ড কৃষি পণ্য সংরক্ষণ ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ