Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ’লীগ ক্ষমতায় গেলে মানুষ সুখে-শান্তিতে বসবাস করে -বজলুল হক হারুন এমপি

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর উপজেলা সংবাদদাতা : ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি ০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রæপের সভাপতি, বজলুল হক হারুন বলেছেন, আ’লীগ সরকার ক্ষমতায় গেলে দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করে, শিক্ষার উন্নয়ন হয় দেশের উন্নয়ন হয়, সংস্কৃতির উন্নয়ন হয়, সমাজের উন্নয়ন হয়। তিনি বলেন সরকারে উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য বিশ্বের দরবারে মিথ্যা অভিযোগ দিয়ে পদ্মাসেতু ভÐুল করার চেষ্টা করে ছিল। এখন পদ্মাসেতু নির্মাণ নিশ্চিত হওয়ায় বিশ্ব ব্যাংক ভিন্নভাবে বাংলাদেশে সাহায্য সহযোগিতা দেয়ার আশ্বাস প্রদান করছে। বিএনপি মানবতাবিরোধী কাজ করে দেশের ব্যাপক জানমালের ক্ষতি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী সততা, নিষ্ঠা ও যোগ্যতার সাথে দেশ পরিচালনা করছেন, যার জন্য দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন ও সার্চ কমিটি প্রসঙ্গে বলেন, আন্দোলনের হুমকি দেন, দেশের মানুষ আপনাদের পক্ষে আছে কিনা তা ভেবেছেন। বিএনপি যখন ক্ষমতায় যায় তখন মানুষ দুঃখ কষ্ট ভোগ করে। তিনি গতকাল বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর সমন্বয়ে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরউজ্জামান তার স্বাগত বক্তব্যে বলেন রাজাপুর উপজেলাসহ কাঠালিয়া উপজেলার অগ্রযাত্রা ২০০৯ থেকে ২০১৬ অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষার উন্নয়ন সাভার প্রকল্প আইসিটি কৃষিসহায়ক প্রকল্প, প্রধানমন্ত্রীর অগাধিকার প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচশ কোটি টাকার উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার দর্শন মানুষের উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র। ২০০৯ এর আগে আমাদের জনপদ দুঃখ দুর্দশায় অন্ধকারে নিমজ্জিত ছিল। এখন মানুষ আলোর পথ পেয়েছে। পরে বিকেল ৩টায় বি এইচ হারুন এমপি উপজেলার সাতুরিয়া ইউনিয়নে দক্ষিণ তারাবুনিয়া গ্রাম নিবাসি পটুয়াখালি সরকারি কলেজের সাবেক অধ্যাপক মরহুম মাও. আ খ ম, আব্দার রব সাহেবের কবর জিয়ারত ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলে প্রধান মেহমান হিসেবে যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষমতা

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ