পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্ধোধন ও মুক্তিযোদ্ধা স্ব-পরিবার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এম. পি। বিশেষ অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি জয়নুল হক সিকদার। মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভেদরগঞ্জ উপজেলা কমান্ডের পক্ষ থেকে জয়নুল হক সিকদারের হাতে সম্মাননা পদক তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ও সাবেক ডেপুটি স্পীকার কর্নেল (অব) শওকত আলী এম পি, বিশিষ্ট শিল্পপতি শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মাহমুদ রেজা খান, ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আলী আকবর মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার, জয়নুল হক সিকদারের সুযোগ্য কন্যা স্থপতি নাসিম হক সিকদারসহ আরও অনেকে। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।