পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ্ বিভাগ স্প্রীং-২০১৭ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। পাবলিক হেলথ্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল বারী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার অধ্যাপক ড. হেলাল উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কোহিনুর বেগম এবং রেজিস্ট্রার শেখ রজব আলী। পাবলিক হেলথ্ বিভাগের খ-কালীন শিক্ষক প্রফেসর ডা. মো. জিয়াউল ইসলাম এবং ডাঃ এস.এম. ইয়াছির আরাফাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অত্র বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেসমিন আখতার। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।