Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার ১৩ দফার সাথে মিল রেখে নাম দিয়েছে বিএনপি

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৩ দফা সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রেসিডেন্ট গঠিত সার্চ কমিটিতে নাম পাঠিয়েছে বিএনপি। দলটির নেতারা জানান, যাদের নাম পাঠানো হয়েছে, তারা নিরপেক্ষ এবং নির্দলীয়; সমাজে গ্রহণযোগ্য। যে নামের তালিকা পাঠনো হয়েছে, তা প্রকাশ করেনি বিএনপি এবং জোট শরিকরা।
বিএনপির জমা দেয়া নামগুলোর সঙ্গে জোটের ৬টি দলের তালিকার কিছুটা মিল রয়েছে। কমপক্ষে দুটি অথবা তিনটি নাম অভিন্ন
রেখে তালিকা জমা দিয়েছে প্রতিটি দল।
বিএনপির প্রস্তাব অনুযায়ী সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিষ্ঠিত ছিলেন এমন একজন ব্যক্তি, অথবা বাংলাদেশ সরকারের একজন সচিব যিনি অবসর গ্রহণের পর সরকারের কোনো লাভজনক পদে নিয়োজিত নন বা ছিলেন না, অথবা একজন বিশিষ্ট নাগরিক-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। তবে অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন এমন কোনো কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না এবং বাংলাদেশ সরকারের সচিব যিনি অবসর গ্রহণের বা পদত্যাগের বা অপসারণের পর, কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সমাপ্তি বা চুক্তি বাতিলের পর ৩ বছর সময়কাল অতিবাহিত করেননি, তিনি প্রধান নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না।
আর ন্যূনতমপক্ষে জেলা জজের মর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা, ন্যূনপক্ষে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ন্যূনপক্ষে যুগ্ম-সচিব পদমর্যাদার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষাবিদ এবং সর্বজনশ্রদ্ধেয় বিশিষ্ট নাগরিকদের মধ্য হতে নির্বাচন কমিশনার নিয়োগপ্রাপ্ত হবেন।
জানা গেছে, বিএনপি এসব প্রস্তাবের সাথে সামঞ্জস্য রেখে ২০ নামের একটি খসড়া তালিকা করে রেখেছিল। গতকাল তালিকা জমা দেয়ার আগের রাতে নিজ দলের ৫টি নাম চূড়ান্ত করার পাশাপাশি শরিক অন্য ৬টি দলের নাম চূড়ান্ত করে দেয় বিএনপি
গত সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে যেসব নাম নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে থেকে ৫ জনের নাম পাঠিয়েছে দলটি। বিএনপির তালিকায় আছেনÑ সাবেক সচিব এম আসাফ-উদ-দৌলা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্সের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। এছাড়া মন্ত্রিপরিষদের সাবেক সচিব ড. সা’দত হোসেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও সাবেক নির্বাচন কমিশন কর্মকর্তা জেসমিন টুলির নামও দিয়েছে তারা।
এছাড়া বাংলাদেশ ন্যাপ ড. আসাফ উদ-দৌলা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন, আলাউদ্দিন সরকার, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এবং অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকীর নাম পাঠিয়েছে। সাবেক সচিব ড. আসাফ উদ-দৌলা, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, আজাদ মসজিদ খতিব মাহমুদুল হাসান এবং সাবেক নির্বাচন কমিশন কর্মকর্তা জেসমিন টুলি’র নাম দিয়েছে খেলাফত মজলিস। আর মুসলিম লীগ ড. সালেহউদ্দিন, তাসনিম সিদ্দিকী, সাবেক জেলা জজ এম এ গফুরসহ ৫ জনের নাম পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ