Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া আজ আদালতে যাচ্ছেন না

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রদ্রোহসহ ১০ মামলায় হাজিরা দিতে আজ (বুধবার) আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। সানাউল্লাহ আরো বলেন, সোমবার খালেদা জিয়া বকশীবাজারের আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি বুধবার আর আদালতে যাবেন না।
এর আগে গত ৯ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বলেছিলেন, ১ ফেব্রুয়ারি খালেদা জিয়া আদালতে হাজির না হলে জামিন বাতিল করা হবে। এ বিষয়ে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। না হলে তার জামিন বাতিল করা হবে বলে আদালত নির্দেশ দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কাল খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলা।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বাদী হয়ে এ মামলা করেন।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গেøারি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক যাত্রী। ২০১৫ সালের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শক। অন্যদিকে, ২০১৫ সালে দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এই আট মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ