পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি ১২ তম ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং, প্যাকেজিং এবং মুদ্রণ শিল্প মেলা এবং ১২তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল খাদ্য কারিগরি বেকারি শিল্প মেলা অনুষ্ঠিত হবে। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রায় ৪০০ এর বেশি পণ্য প্রদর্শনকারী মেলায় উপস্থিত থাকবে বলে আশা করা যাচ্ছে। পণ্য প্রদর্শনকারীরা ১৪টি দেশ তথা বাংলাদেশ, চীন, হংকং, ভারত, ইতালি, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আসছে। অসংখ্য আন্তর্জাতিক ব্র্যান্ড কোম্পানি তাদের সর্বশেষ পণ্য এবং প্রযুক্তি তুলে ধরবে এ প্রদর্শনীতে। তাদের মধ্যে পানির ফিলটার, ঢালাইয়ের যন্ত্রপাতি ও পানীয় প্যাকেজিং মেশিন প্রদর্শন করা হবে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ), চ্যান চাও ইন্টারন্যাশনাল কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।