পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সেনা সমর্থিক এক-এগারো সরকারকে আমরা এক ইঞ্চিও ছাড় দিইনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল সোমবার বিকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘রুখে দাও লেলিহান’ ও ‘জাতীয় সংসদে শাজাহান খান এমপি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এক-এগারো সরকারকে আমরা এক ইঞ্চিও ছাড় দেইনি। আমরা তথাকথিত সরকারের সঙ্গে আলোচনায় বসিনি। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল।
লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের লক্ষ্য ছিল জননেত্রী জেল থেকে বেরিয়ে আসবে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সেই নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করবো এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবো।
জনপ্রশাসন মন্ত্রী বলেন, অনেকেই আমাদের কাছে এসেছিলেন। বলেছিলেন, আসেন আমরা বিএনপি আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করি। আমরা মারাত্মক এই প্রস্তাবে রাজি হইনি। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনা।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ইতিহাস হারিয়ে যায়, ইতিহাস বিকৃতি হয়। তাই এই গ্রন্থরচনা করেছি। এখন বিএনপি নেত্রী বলার চেষ্টা করছেন পুলিশ আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে। ভবিষ্যতে এই কথা যাতে কেউ বলতে না পারে সেজন্য এই বই রচনা করেছি।
সার্বিক সাহিত্য প্রকাশনীর প্রকাশক সৈয়দ রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাংবাদিক আবেদ খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।