পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
৬ জন নিহত, দুই সন্দেহভাজন গ্রেফতার : একে মুসলিমদের ওপরে সন্ত্রাসী হামলা বললেন প্রধানমন্ত্রী ট্রুডো
ইনকিলাব ডেস্ক : কানাডার কুইবেক সিটির একটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। গত রোববার রাতে কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের একটি মসজিদে যখন এ ঘটনা ঘটে তখন সেখানে এশার নামাজে জড়ো হয়েছিলেন জন চল্লিশেক লোক। অন্তত তিনজন অস্ত্রধারী তাদের ওপর গুলি চালায়। বিবিসি জানিয়েছে, মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহামেদ ইয়াংগুই অন্তত ছয়জন নিহত হওয়ার কথা বললেও স্থানীয় পুলিশ কোনো সংখ্যা প্রকাশ করেনি। এ বিষয়ে তদন্ত চলছে এবং সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে মসজিদের বাইরে পুলিশের তৎপরতা দেখা যায়। গুলির ঘটনা যখন ঘটে, মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহামেদ ইয়াংগুই তখন সেখানে ছিলেন না। রয়টার্সকে তিনি বলেন, এটা এখানে কেন ঘটল? এটা বর্বরতা ছাড়া আর কী! গত বছর জুনে ওই মসজিদের দরজার সামনে র্যাপিং পেপারে মোড়া একটি শুয়োরের মাথা ফেলে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
স্থানীয় সংবাদপত্র লো সোলেইল জানিয়েছে, হামলাকারীদের একজনের বয়স ২৭ বছর এবং সে স্থানীয় বাসিন্দা বলে পত্রিকাটি জানতে পেরেছে। হামলাকারীদের আরেকজনের কাছে একটি একে ৪৭ থাকার কথা বলেছে লো সোলেইল। তবে পুলিশ এসব তথ্য নিশ্চিত করতে পারেনি। কুইবেক প্রাদেশিক সরকারের প্রধান ফিলিপ কুইলা এই বর্বর হামলার নিন্দা জানিয়ে স্থানীয় মুসলমানদের পাশের থাকার ঘোষণা দিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইংরেজি ও ফরাসি ভাষায় টুইট করে এই হামলাকে বর্ণনা করেছেন মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা হিসেবে। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। কানাডার কিবেক প্রদেশের রাজধানী কিবেক সিটিতে আট লাখের বেশি মানুষের বসবাস, ফরাসি এ অঞ্চলের অন্যতম প্রধান ভাষা।
রয়টার্স লিখেছে, আফ্রিকা থেকে আসা মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় সাম্প্রতিক সময়ে কুইবেকের পুরনো বাসিন্দাদের মধ্যে ইসলামোফোবিয়া বাড়ছে। ২০০৫ সালের নির্বাচনে কানাডার ফেডারেল নির্বাচনে মুসলমান নারীদের নিকাব পরার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২০১৫ সালে অন্টারিওর একটি মসজিদ পুড়িয়ে দেয়া হয়। প্যারিসে জঙ্গি হামলার একদিন পর কানাডায় ওই ঘটনা ঘটে। কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ওই মসজিদে প্রায়ই নামাজ পড়তে আসা মোহাম্মেদ ওউদগিরি বলেন, তিনি কুইবেকে আছেন ৪২ বছর ধরে। কিন্তু ইদানিং তিনি দুশ্চিন্তায় ভুগছেন এবং মরক্কোয় পিতৃপুরুষের ভিটায় ফিরে যাওয়ার কথা ভাবছেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।