Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টার্গেট ৮ লাখ ডলার : ২৪ ঘণ্টায় উঠল ৬ লাখ ডলার

মসজিদ পুনঃনির্মাণে এগিয়ে এলো মার্কিনিরা

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি মসজিদে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এতে অনেকেই মর্মাহত হয়। মসজিদটি পুনঃনির্মাণের জন্য অনলাইনে সহায়তা চেয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। তাঁদের লক্ষ্য ছিল আট লাখ ডলার সংগ্রহ করা। কিন্তু মাত্র ২৪ ঘণ্টায় সাহায্য এসেছে ছয় লাখ ডলার (চার কোটি ৬৮ লাখ টাকা)।
ইসলামিক রিসার্চ অব ভিক্টোরিয়ায় প্রধান শহিদ হাসমি বলেন, ‘শনিবার সকালে মসজিদটি পুড়তে দেখে আমরা খুবই বিস্মিত হয়েছিলাম।’
মসজিদটি মেরামতের জন্য যুক্তরাষ্ট্রবাসীর আগ্রহ দেখে হাসমি বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমরা খুবই কৃতজ্ঞ।’ কোনো প্রকার ঘৃণা থেকে ওই আগুন লাগানো হয়নি বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আগ্নিকা-ে পুড়ে যায় মসজিদ। অঙ্গরাজ্যটির হিউস্টন শহরের ১১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভিক্টোরিয়া শহরে ওই মসজিদটি অবস্থিত।
মসজিদ থেকে আগুনের শিখা বেরোতে দেখলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষণে আগুনে পুরো মসজিদ পুড়ে যায়। অগ্নিকা-ের উৎস বা এর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি প্রশাসন।
সাত বছর আগে মসজিদটি আরো একবার সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিল। এ ছাড়া তিন মাস আগে মসজিদটিতে চুরি হয়েছিল বলে জানা গেছে।
টেক্সাসে মসজিদে আগুনের এ ঘটনা ‘বিদ্বেষপ্রসূত হামলা’ হতে পারে বলে জানিয়েছে আনেকেই।  ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে সাত মুসলমানপ্রধান দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটল। সূত্র : ওয়েব সাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদে

১৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ