Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তিমেলা

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্প্রিং সেমিস্টার ২০১৭-এর ৫ দিনব্যাপী ভর্তিমেলা শেষ হয় গত ২৮ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের এডমিশন ভবনে অনুষ্ঠিত এ মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। ৫ দিনব্যাপী এ ভর্তিমেলায় উৎসবের আমেজে শিক্ষার্থীরা এইউবির বিভিনড়ব বিভাগে ভর্তি হয়। প্রথম দিনে এ মেলার উদ্বোধন করেন এইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক। এ সময় ডিরেক্টর এডমিশন, বিভিনড়ব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মেলায় বিভিনড়ব বিভাগের স্টল ঘুরে দেখেন এবং ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি ভর্তি নেয়ার ক্ষেত্রে শুধু সংখ্যার দিকে গুরুত্ব না দিয়ে মানসম্মত শিক্ষার্থী ভর্তির জন্য বিভাগগুলোকে পরামর্শ প্রদান করেন। মেলা শেষ হলেও স্প্রিং সেমিস্টার ২০১৭-এর ভর্তি কার্যμম নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান এডমিশন ডিরেক্টর প্রফেসর মো. ফজলুল হক। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ