Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল থেকে বেসিস সফটএক্সপো

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শওকত আলম পলাশ : বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০১৭। আগামীকাল ১ থেকে ৪  ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ফিউচার ইন মোশন’ স্লোগান নিয়ে ১১তম এ প্রদর্শনীর আয়োজন করছে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। বেসিস মিলনায়তনে এ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বেসিস সভাপতি মোস্তফা জব্বারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, বেসিসের পরিচালক ও বেসিস সফটএক্সপো ২০১৭-এর আহ্বায়ক সৈয়দ আলমাস কবীর, বেসিসের পরিচালক ও প্লাটিনাম স্পন্সর মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, গোল্ড স্পন্সর সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আরকে হুসেইন। এছাড়া উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি ফারহানা এ রহমান, বেসিসের পরিচালক উত্তম কুমার পাল, রিয়াদ এসএ হোসেনসহ বেসিস সফটএক্সপোর আয়োজক কমিটির সদস্যরা। এ সময় মোস্তফা জব্বার বলেন, দেশীয় তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসা প্রসারের সবচেয়ে কার্যকরী জায়গা বেসিস সফটএক্সপো। বিভিন্ন কারণে ২০১২ সালের পর আলাদাভাবে বেসিস সফটএক্সপো আয়োজন সম্ভব হয়নি। তবে এখন থেকে পুনরায় প্রতি বছর বেসিস সফটএক্সপো আয়োজন করা হবে। আশা করছি, বিগত সময়ের চেয়ে এবারের সফটএক্সপো সবচেয়ে সফল হবে। বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ বলেন, দেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রির একটি পিলার হলো বেসিস সফটএক্সপো। এবার আরো শক্তিশালী সেই পিলার। বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান জানান, এবার আমরা দেশী-বিদেশী অতিথি আলোচকদের সমন্বয়ে ২০টির বেশি সেমিনার ও ১০টির অধিক টেকনিক্যাল সেশনের আয়োজন করেছি। এসব আয়োজনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির লক্ষ্যমাত্রা অর্জনের নানা দিক উঠে আসবে। বেসিসের পরিচালক ও বেসিস সফটএক্সপো ২০১৭-এর আহ্বায়ক সৈয়দ আলমাস কবীর এবারের বেসিস সফটএক্সপোর সার্বিক চিত্র তুলে ধরেন এবং এটি সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। বেসিসের পরিচালক ও প্লাটিনাম স্পন্সর মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, মাইক্রোসফট বিদেশী কোম্পানি হিসেবে প্রতিযোগিতা করতে নয়, বরং ইন্ডাস্ট্রি ও দেশীয় কোম্পানিগুলোকেই সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় এবারের সফটএক্সপোয় প্লাটিনাম স্পন্সর হিসেবে আমরা যুক্ত হয়েছি। গোল্ড স্পন্সর সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আরকে হুসেইন বলেন, বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখন অনেক আস্থাশীল। আমাদের দেশীয় কোম্পানির তৈরি ব্যাংকিং সফটওয়্যার ও অ্যাপস বিদেশীদের পেছনে ফেলছে। তাই এ ইন্ডাস্ট্রির সহযোগিতা করতেই বেসিস সফটএক্সপোয় আমরা যুক্ত হয়েছি। বেসিস সফটএক্সপো উদ্বোধন করবেন প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ