পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইখতিয়ার উদ্দিন সাগর : সময় যত এগোচ্ছে বিভিন্ন জিনিসের প্রয়োজনীয়তা ততই বাড়ছে। শুধু গল্প কিংবা উপন্যাস নয়, প্রয়োজনীয় বইও সংগ্রহ করছেন পাঠকরা বইমেলা থেকে। নানা বিষয়ের বই চোখে পড়ছে স্টলগুলোতে। মানুষের আগ্রহ এখন চতুর্মুখী। তবে প্রয়োজনীয় বই সবচেয়ে বেশি যা বিক্রি হয় বইমেলায় তা হলো অভিধান। তাই প্রতিবারের মতো এবারো বিক্রির শীর্ষে উঠে রয়েছে ‘অভিধান’। গত একুশ দিন পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব স্টলে মোট বিক্রির পরিমাণ ৯৭ লাখ ১৫ হাজার ৭৭১ টাকা, যার ৯০ ভাগের বেশি অর্থ অভিধান থেকে এসেছে বলে জানিয়েছেন একাডেমির বিক্রয় প্রতিনিধিরা।
বাংলা একাডেমি সূত্রে জানা যায়, ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি অভিধানের বিক্রি বেশি। নতুন আসা আধুনিক বাংলা অভিধানও বিক্রি হচ্ছে। এছাড়া ব্যবহারিক বাংলা অভিধান, বানান অভিধান, উচ্চারণ অভিধানের বিক্রিও ভালো বলে জানান তিনি। বাংলা একাডেমির স্টলে অভিধানসহ সব বই বিক্রি হচ্ছে ৩০ শতাংশ ছাড়ে। এই স্টলগুলো ছাড়াও বাংলা একাডেমির নতুন ভবনের নিচে স্থায়ী একটি স্টল রয়েছে। সেখান থেকেও অভিধান কেনা যাচ্ছে।
১৯৫৮ সালে রচিত ‘আঞ্চলিক ভাষার অভিধান’-এর মধ্য দিয়ে অভিধানের ব্যাপকতা শুরু হয়। এরপর গত ষাট বছরের ইতিহাসে শুধু বাংলা একাডেমি থেকেই মোট ২১টি অভিধান প্রকাশ পেয়েছে। একাডেমি থেকে প্রকাশিত প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান, ছোটদের অভিধান, বাংলা বানান অভিধান, আঞ্চলিক ভাষার অভিধান, বাংলা উচ্চারণ অভিধান, বিবর্তনমূলক বাংলা অভিধান, সমকালীন বাংলা ভাষার অভিধান, সহজ বাংলা অভিধানেরও বেশ চাহিদা রয়েছে।
কাটতি ভালো হওয়ায় সব ধরনের অভিধানগুলো নিয়ে এবারই প্রথম স্বতন্ত্র স্টল বসিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। বাংলা একাডেমির পাশাপাশি ‘কূটনীতিকোষ, ‘পরিভাষা অভিধান, ‘ঢাকা অভিধান’সহ বেশ কয়েকটি প্রকাশনীও অভিধান বিক্রিতে সাড়া পাচ্ছে।
মেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত অভিধানের পাশাপাশি অন্যান্য প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত কিছু অভিধানও পাওয়া যাচ্ছে। যার মধ্যে ঐতিহ্য প্রকাশনীতে খন্দকার মাহমুদুল হাসানের ‘ঢাকা অভিধান’, আবদুল মান্নান স্বপনের ‘গালি অভিধান’, অবসর প্রকাশনা সংস্থায় পূরবী বসুর ‘সমপ্রীতির জন্যে শব্দাবলি’, ড. প্রদীপ রায় ও মালবিকা বিশ্বাসের ‘পরিভাষা অভিধান’, দিব্যতে ড. মিয়া মোহাম্মদ আদেলের ‘ভাষা কোষ’, শানজিদ অর্ণবের ‘ধর্ম কোষ’, শেখ সাদীর ‘উদ্ভিদ কোষ’, খন্দকার মাহমুদুল হাসানের ‘প্রথম বাংলাদেশ কোষ’, কবির মোহাম্মদ আশরাফ আলমের ‘লোকপ্রশাসন কোষ’, আহমদ পাবলিশিংয়ের ড. হায়াত্ মামুদ ও মুস্তাফা পান্নার ‘কিশোর বাংলা অভিধান’ উল্লেখযোগ্য।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান ২৫০ টাকা; বাংলা একাডেমির ঐতিহাসিক অভিধান ৩০০ টাকা, বাংলা একাডেমি চরিতাভিধান ৪০০ টাকা বাংলা একাডেমি ছোটদের অভিধান ৩০০ টাকা, বাংলা বানান অভিধান ৪০০ টাকা, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ৪০০ টাকা, বাংলা উচ্চারণ অভিধান ৩০০ টাকা, ব্যবহারিক বাংলা অভিধান ৪০০ টাকা, বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান প্রথম খন্ড ১ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় খন্ড প্রতিটি ১ হাজার টাকা, সমকালীন বাংলা ভাষার অভিধান ১০০ টাকা, সহজ বাংলা অভিধান ১২০ টাকা, সংক্ষিপ্ত বাংলা অভিধান ২৫০ টাকা, আরবি ফারসি ও উর্দুু শব্দের অভিধান ২০০ টাকা, সংক্ষিপ্ত অভিধান ১৫০ টাকা, বেঙ্গলি টু ইংলিশ অভিধান ৩২০ টাকা, ইংলিশ টু বেঙ্গলি অভিধান ৩২০ টাকা।
এদিকে এবছর মেলায় এসেছে লেখক মিজানুর রহমানের গল্পের বই প্রিয়তা। বইটি প্রকাশ করেছেন পুথিনিলয় প্রকাশন।
মঞ্চের অনুষ্ঠান : বিকাল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর আবুল হাসান চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন ড. ভীষ্মদেব চৌধুরী, শরদিন্দু ভট্টাচার্য, সাইমন জাকারিয়া। সভাপতিত্ব করেন প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাকার মুস্তাফার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ভাবনগর ফাউন্ডেশন’ এবং সালাউদ্দীন বাদলের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী শিল্পীগোষ্ঠী’র শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করেন স্বপ্না রায়, আবু বকর সিদ্দিক, সালমা চৌধুরী, শতাব্দী রায়, মেহেরুন আশরাফ, লাকী সরকার এবং খোকন বাউল।
আজকের অনুষ্ঠান : বিকাল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে মোহাম্মদ নাসির আলী জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শিশুসাহিত্যিক আলী ইমাম। আলোচনায় অংশগ্রহণ করবেন কবি আসাদ চৌধুরী, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন এবং শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী। সভাপতিত্ব করবেন লেখক-গবেষক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।