পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ভুটান একটি সুখের রাজ্য হিসেবে পরিচিত, যেখানে দেশটির বাৎসরিক উৎপাদন ক্ষমতা (জিডিপি) এর তুলনায় দেশের মানুষের গড় সুখানুভবের উপর বেশি প্রাধান্য দেওয়া হয়। যুগ যুগ ধরে সুখে থাকার ধারণাটি বর্তমানে কিংবদন্তীতে পরিণত হয়েছে, যে বিষয়ে নিয়ে গবেষণা করার জন্যে দুই দল আলোকচিত্রী যথাক্রমে ২০১৫ সালের অক্টোবর ও ২০১৬ সালের মে-মাসে ভুটান গিয়েছিলেন। তারা “ফটো এক্সপিডিশন টু ভুটান” কার্যক্রমে অংশগ্রহণ করেন, যেখানে তাদের এই অভিযানের মেন্টর হিসেবে কাজ করেন “থ্রু দ্যা লেন্স বাংলাদেশ”-এর প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট আলোকচিত্রী সাউদ আল ফয়সাল। অভিযান আয়োজন করেছে বাংলাদেশী অ্যাডভেঞ্চার ট্রাভেল অপারেটর “ট্রাভেঞ্চার” এবং এর উদ্যোক্তা ছিলেন আমিনুল আহসান। “ফটো এক্সপিডিশন টু ভুটান” কার্যক্রমে অংশগ্রহণকারী ১৬ জন আলোকচিত্রশিল্পীর নির্বাচিত ৪৪ টি ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনীর শিরোনাম-ই হচ্ছে “ভুটান ডায়েরিজ”। বাংলাদেশে এই প্রথম ভুটানকে কেন্দ্র করে কোন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হলো। সম্প্রতি ধানমন্ডির দ্রিক গাল্যারিতে শেষ হলো “ভুটান ডায়েরিজ” এর অনন্য এই আলোকচিত্র প্রদর্শনী । প্রদর্শনীটি ২৬শে জানুয়ারি থেকে ২৮শে জানুয়ারি পর্যন্ত ছিল এবং সবার জন্য উন্মুক্ত ছিল। “ভুটান ডায়েরিজ” এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও প্রকাশক মঈনুল আহসান সাবের; সাবেক মন্ত্রী ও এমপি ডক্টর আবদুল মঈন খান; রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইউরোপিয়ন ইউনিয়ন ডেলিগেশনের প্রধান এইচ.ই. পিঁয়েরে মায়াউডন; বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেøকেন; বাংলাদেশে কঙ্গোর কনসাল জেনারেল ও টপ অফ মাইন্ড-এর সিইও জিয়াউদ্দিন আদিল। প্রদর্শনীটিতে এক হাজারেরও বেশি আলোকচিত্রী, আলোকচিত্রপ্রেমী, এবং বাংলাদেশ, ইউরোপ, যুক্তরাষ্ট্র, নেপাল, এবং ভূটানের পর্যটক এবং ভ্রমণপিপাশুদের সমাগম ছিল। অতিথিরা এই আলোকচিত্র প্রদর্শনী এর উদ্যোগের মাধ্যমে ভূটান দেশটিকে তাদের কাছে তুলে ধরাকে খুবই প্রশংসা করেন। তাদের মধ্যে অনেকেই ট্রাভেঞ্চার এর সামনের কার্যক্রম, যেমন ২০১৭ সালের ভারানাসি এবং ভূটানের আলোকচিত্র অভিযানে অংশগ্রহণ করার জন্য সাইন আপ করেন । -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।