পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, চলতি বছর হজযাত্রী কোটা নিয়ে কোনো সংকট সৃষ্টি হবে না। ভ্রাতৃপ্রতিম সউদী আরবের সাথে দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশী হজব্রত পালন করতে সউদী যেতে পারবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার হজযাত্রী এবং বাকি ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী বেসরকারী ব্যবস্থাপনায় হজে যাবেন।
সম্প্রতি সউদী আরবের জেদ্দায় সউদী হজ মন্ত্রীর সাথে দ্বি-পাক্ষিক হজ চুক্তি শেষে দেশে ফিরে গতকাল ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান তার দপ্তরে ইনকিলাবের সাথে আলাপকালে একথা বলেন। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
সরকার কর্তৃক নিয়োগকৃত আইটি বিভাগ হাজী ক্যাম্পে হজযাত্রী নিবন্ধনের প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের ট্রেনিং পুরোদমে চলছে বলেও ধর্মমন্ত্রী উল্লেখ করেন। ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনিদের্শনায় সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কার্যক্রম সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, বৈধ হজ এজেন্সিগুলোর তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, চুক্তির অতিরিক্ত হজযাত্রী হলে তাদের হজে প্রেরণের জন্য নতুন কোটা চাওয়া হলে সউদী সরকার তা বিবেচনা করবে ইনশাআল্লাহ।
প্রাক-নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা
এদিকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রমকে নির্ভুলভাবে শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট হজ এজেন্সি ও বিভিন্ন ব্যাংক প্রতিনিধিদের নিয়ে গতকাল সকাল ১১টায় ঢাকাস্থ আশকোনা হজ অফিস সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আবদুল জলিল। সভার শুরুতে ধর্মসচিব বলেন, সউদি সরকার পুরো হজ ব্যবস্থাপনাকে ডিজিটাল ব্যবস্থাপনায় নিয়ে এসেছে। তারই সঙ্গে সঙ্গতি রেখে হজযাত্রী প্রেরণকারী দেশগুলোকেও নিজেদের হজ ব্যবস্থাপনা ও লেনদেন অনলাইন ব্যবস্থাপনায় নিয়ে আসার নির্দেশ রয়েছে। তিনি বলেন, হজ ব্যবস্থাপনার বিষয়টি সময় নির্দিষ্ট। হজ ব্যবস্থাপনায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ডিজিটাল হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সেবাপ্রাপ্তি আরো সহজ করতে সরকার এ বছর প্রথমবারের মতো প্রাক-নিবন্ধনের মাধ্যমে হজের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করবে।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লি.-এর পক্ষ থেকে প্রাক-নিবন্ধনের বিষয়ে করণীয়/নিয়মাবলি বিষয়ে একটি ‘চড়বিৎ চড়রহঃ চৎবংবহঃধঃরড়হ’ উপস্থাপন করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: শহীদুজ্জামান, যুগ্ম-সচিব জাকির আহমেদ, যুগ্ম-সচিব (হজ) মীর মো: নজরুল ইসলাম, পরিচালক হজ অফিস, ড. আবু সালেহ মোস্তফা কামাল, সহযোগী সচিব (হজ) শহিদুল ইসলাম তালুকদার, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ মো: আবদুল্লাহ, বিভিন্ন ব্যাংক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটুআই প্রকল্পের প্রতিনিধিবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।