Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আপিল বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের আদালত সম্পর্কে মানহানিকর বক্তব্য গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এস এম জুলফিকার আলীর পক্ষে ওই আইনজীবী রিট আবেদনটি করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। সম্প্রতি বিচার বিভাগ নিয়ে মানিকের বক্তব্য যাতে প্রচার না করা হয় সে বিষয়ে একটি নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিস পাঠান ওই আইনজীবী। নোটিসের কোনো জবাব না পেয়ে তিনি রিট আবেদন করেন। বিচার বিভাগ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর এমন বক্তব্য-বিবৃতি সব গণমাধ্যমে প্রকাশ-প্রচার করা থেকে বিরত রাখতে তথ্য সচিবকে কেন নির্দেশ দেয়া হবে না, সেই রুল চাওয়া হয়েছে আবেদনে। রুল হলে বিচারাধীন থাকা অবস্থায় তথ্য সচিবের প্রতি ওই নির্দেশনা দেয়ার আরজিও জানানো হয়। তথ্য সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে বিবাদি রাখা হয়েছে আবেদনটিতে। আবেদনকারীর ওই আইনজীবী বলেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বিভিন্ন মিডিয়ায় এবং টকশোতে বিচার বিভাগ এবং প্রধান বিচারপতিকে নিয়ে বিভিন্ন আপত্তিকর, কটূক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দিচ্ছেন বলে তা প্রকাশ বন্ধে রিট আবেদন করেছেন তিনি। তিনি আরো বলেন, জনমনে বিভ্রান্তি এড়াতে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ অনুযায়ী ওই বিচারপতির বক্তব্য প্রকাশ ও প্রচার বন্ধ চেয়েছেন। এর আগে চলতি মাসের ১১ তারিখে ওই বিচারপতির দ্বৈত নাগরিক কি না তার তথ্য চেয়ে ব্রিটিশ হাইকমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এর আগে ১০ ফেব্রুয়ারি একই আইনজীবী ওই বিচারপতির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করেন। তার আগের দিন ৯ তারিখে অপর এক আইনজীবী প্রেসিডেন্টের কাছে আবেদন করেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জাজশিপ বাতিল করার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ