পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার : একুশের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শিশু কর্নারের পাশে প্লাটফর্ম নামে প্রকাশনীর ৪৯২ নম্বর স্টলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বইমেলায় এই ঘটনা ঘটে। এই সময় মেলায় প্রকাশক ও পাঠকদের মধ্যে এক ধরনেব আতঙ্ক দেখা যায়।
স্টলের বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় বলেন, দুর্বৃত্তরা স্টলের পেছন দিকে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আমরা পেট্রোলের গন্ধ পাই। প্রথমে আগুন নেভাতে চেষ্টা করেন স্টলকর্মীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে স্টলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বলেও তিনি জানান।
অমর একুশে গ্রন্থমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, সিসি ক্যামেরায় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ধরা পড়েছে দুইজন তরুণ আগুন দেয়ার চেষ্টা করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা যাবে কারা এটা করেছে। ওখানে অন্ধকার ছিল। এখন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।