পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে ২টি দেশীয় একনলা বন্দুক, ২টি দেশীয় এলজি ও ১টি সিঙ্গেল শুটার গানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে জাকির হোসেন রোডের পাহারিকা ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার পানিরছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. সেলিম (২০), আকবর শাহ থানার পশ্চিম ছলিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. মোশারফ হোসেন (৪২) ও নোয়াখালী জেলার চাটখীল থানার কালিকাপুর গ্রামের আবু ছিদ্দিক দেওয়ানের ছেলে মো. জহিরুল ইসলাম মানিক (২৫)।
আকবরশাহ থানার ওসি স্বদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহারিকা ফিলিং স্টেশন সংলগ্ন চা দোকান থেকে তিন অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অস্ত্র গুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল এবং নিজেরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী।
এ ঘটনায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯-এ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।