Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থ্যালাসেমিয়ামুক্ত করতে উত্তরা ইউনিভার্সিটি ভূমিকা রাখবে -ভিসি

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : উত্তরা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান বলেছেন, বাংলাদেশকে থ্যালাসেমিয়া রোগমুক্ত করতে উত্তরা ইউনিভার্সিটি ভূমিকা রাখবে। এ জন্য ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা যার যার অবস্থান থেকেও মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করতে ভূমিকা রাখবেন। তিনি থ্যালাসেমিয়া সমিতি ও সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান উত্তরা ইউনিভার্সিটি ও সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের যৌথ আয়োজনে থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গতকাল দুপুরে উত্তরা ইউনিভার্সিটির আইকিউএসি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সহায়তা করে বাংলাদেশ থ্যালাসেমিয়া সোসাইটি ও বাংলাদেশ ব্যাংক ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডক্টর ইয়াসমীন আরা লেখা বলেন, কারো অধিকার নেই অসুস্থ শিশুর জন্ম দেয়ার। তাই সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে থ্যালাসেমিয়ামুক্ত করতে হবে। ডক্টর লেখা বলেন, পোলিওমুক্ত হয়ে বাংলাদেশ প্রমাণ করেছে আমরা থ্যালাসেমিয়া রোগমুক্তও হতে পারব। তিনি নগরবাসীকে সচেতন করতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে শোভাযাত্রা করার ঘোষণা দেন।
উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অপর বিশেষ অতিথি থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের সিওও এবং কনসালট্যান্ট (প্রজেক্ট ডেভেলপমেন্ট) ডা: এ কে এম একরামুল হোসেন স্বপন বলেন, যুবসমাজ সচেতন হলে দেশ থ্যালাসেমিয়ামুক্ত হবে। একজন থ্যালাসেমিয়া বাহক আরেকজন বাহককে বিয়ে না করে এই রোগটি প্রতিরোধে সহায়তা করতে পারে। সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের চেয়ারম্যান রাকিবুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জানান, দেশের প্রায় ১০ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া বাহক।
বক্তারা প্রত্যেক সুস্থ মানুষকে চার মাস অন্তর রক্তদানের মাধ্যমে এ মরণ ব্যাধিতে আক্রান্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। পরে দুই শতাধিক শিক্ষার্থী থ্যালাসেমিয়া জীবাণু চিহ্নিত করতে হিমোগ্লোবিন ইলেক্ট্রফোরেসিস পরীক্ষায় অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থ্যালাসেমিয়ামুক্ত করতে উত্তরা ইউনিভার্সিটি ভূমিকা রাখবে -ভিসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ