পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন গতকাল। সকালে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উদ্যোগী সংস্থার মাধ্যমে সাহেববাজারে শাপলা সুপার মার্কেট নির্মাণের জন্য নির্ধারিত স্থানে বর্তমানে ব্যবসারত ব্যবসায়ীদের পুনর্বাসন বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাসিকের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি বেলাল আহম্মেদ, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, কাউন্সিলর একেএম রাশেদুল হাসান, কাউন্সিলর আব্দুস সোবহান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মনির উদ্দিন, মোঃ আব্দুল খালেক, মোঃ মাহাবুব আলম, মোঃ শহীদুল্লাহ, মোঃ আরিফুল হক, বদরুদ্দোজা চঞ্চল, মোঃ শরিফ, মোঃ ইসাহাক, মোঃ আমিনুল হক, আলী মোর্তজা, মোঃ বারিক, মামুন রেজা, আব্দুস সাত্তার, শাহজাহান বাদশা প্রমুখ। পরে মেয়র তার সম্মেলন কক্ষে রাজশাহী পোল্ট্রি এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুল হক, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।