Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার উদ্দেশ্য অস্বাভাবিক সরকার গঠন -তথ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি গতকাল সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, ‘অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে চক্রান্তমূলক প্রস্তাব দিচ্ছেন। দুষ্কর্মের অভিযোগ থেকে পরিত্রাণ পেতেই তিনি সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। তার উদ্দেশ্য নির্বাচন নয়, অস্বাভাবিক সরকার গঠন। কিন্তু তার এ খেলা চলবে না।  যথাসময়ে নির্বাচন হবেই’। মন্ত্রী বলেন, ‘সার্চ কমিটিতে যে ৬ জনের নাম রাষ্ট্রপতি দিয়েছেন, তাঁরা নিরপেক্ষ ব্যক্তি, সাংবিধানিক পদের অধিকারী। তাঁরা স্বাধীনভাবে কাজ করবেন’।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার গণমাধ্যম-বান্ধব সরকার। গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। এটা এ সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। শুধু গণমাধ্যমের স্বাধীনতাই নয়, এর বিকাশে সরকার বদ্ধপরিকর। গণমাধ্যমকে সংকুচিত করা হচ্ছে বলে বিভিন্ন গোষ্ঠী যে তথ্য দেয়, তার সাথে বাস্তবের মিল নেই। তিনি বলেন, ‘এই সরকারের আমলে সংবাদপত্র জগতের জন্য নিবর্তনমূলক কোনো আইন তৈরি করা হয়নি। বরং নিবর্তনমূলক কয়েকটি বিধান বাতিল করা হয়েছে’। তিনি বলেন, ‘মিডিয়া যেমন সমালোচনা করতে পারে, সরকারও মাঝে-মধ্যে মিডিয়ার সমালোচনা করে। এর মানে এই নয় যে, মিডিয়া বন্ধ করে দেয়া হচ্ছে বা বিজ্ঞাপন দেয়া হচ্ছে না। আমরা মনে করি, যেসব মিডিয়া সরকারের সমালোচনা করে, তারা সরকারের বন্ধু। সরকারকে সঠিক পথে চলতে তারা সহায়তা করছেন। মন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়ন, মধ্যম আয়ের দেশ, পরিবেশ-বান্ধব ও সমতাভিত্তিক উন্নয়নের যাত্রায় গণমাধ্যম বলিষ্ঠ সহযোগী বলে আমরা মনে করি। নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হয়েছে। যথাযথ সময়ে কাজ শুরু করা হবে’।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান ও জাসদ নেতা মুক্তিযোদ্ধা রবিউল আলম।
এদিকে বুধবার সন্ধ্যায় জেলা পরিষদ চত্বরে চাঁদেরহাট যশোর আয়োজিত যশোরে পুষ্পমেলা, চিত্র প্রদর্শনী ও পিঠাপুলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদ হচ্ছে কচুরিপানার মতো। ওদের শেকড় নেই। ওরা ভেসে বেড়ায়। দু’দিনের জন্য আসে। কচুরিপানার ফুল আপনি কোনোদিন তুলে এনে ঘরের ফুলদানিতে রাখেন না। প্রেমিক কচুরিপানার ফুল প্রেমিকার চুলের খোঁপায় বেঁধে রাখেন না। জঙ্গিবাদ সাময়িক উৎপাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ