Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু আজ

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক  : স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু আজ। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীতে হতে যাচ্ছে ‘এডাটা স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’ নামে এই মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এই মেলা। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটি সপ্তম প্রদর্শনী। মেলায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ও উপহার থাকছে। স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব মোবাইল মো. মাইদুর রহমান বলেন, ‘প্রথম থেকেই আমরা এই মেলায় অংশগ্রহণ করছি। এবারের মেলায় শুধু ফোন নয়, ক্রেতাদের প্রয়োজনীয় আধুনিক সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সর্বশেষ পণ্যগুলো থাকবে। শুধু মেলা উপলক্ষে আর্লি বার্ড ও প্রি-অর্ডার সুবিধা থাকছে। ক্রেতারা ফোন কেনার আগেই আমাদের নানা পণ্যের অভিজ্ঞতা নিতে পারবে।’ হুয়াওয়ে ডিভাইস বিজনেস ডিপার্টমেন্ট বাংলাদেশের সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এবারের মেলায় হুয়াওয়ের পক্ষ থেকে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক অফার থাকবে। আমরা চেষ্টা করব ইউজার জেনারেটেড এক্সপেরিয়েন্সগুলো দেওয়ার জন্য।’ এডিসন গ্রুপের বিপণন ব্যবস্থাপক আশরাফুল হক বলেন, এবারের মেলায় বেশ কয়েকটি নতুন ফোনের উদ্বোধন করা হবে। এ ছাড়া থাকছে বিশেষ ছাড় ও উপহার। এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে স্যামসাং, হুয়াওয়ে, লিনেক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি, উই, লাভা, শাওমি, মাইসেল, মাইক্রোম্যাক্স, লেনোভো, কুলপ্যাড, ম্যাঙ্গো, মিউজু, সেলস্ট্রিম, গ্যাজেট গ্যাং সেভেন, কিকশা ডটকম, আজকের ডিল ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ