পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানী। কোম্পানীগুলো হচ্ছে- এটলাস বাংলাদেশ, উসমানিয়া গ্লাস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। উসমানিয়া গ্লাস : এই কোম্পানীর লভ্যাংশ গত ১৯ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানীটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। বিবিএস : বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডে (বিবিএস) সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে বিবিএস ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। এটলাস বাংলাদেশ : এই কোম্পানী গত ৯ জানুয়ারি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। একই সঙ্গে কোম্পানীটি নগদ লভ্যাংশও বিতরণ করেছে। সমাপ্ত হিসাব বছরে এটলাস বাংলাদেশ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।