টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
সাউথ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং তাদের ৬ জিবি র্যামের গ্যালাক্সি সি সিরিজের সি৯ প্রো স্মার্টফোন উন্মুক্ত করেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাজারে আসবে এই ফোনটি। ফোনটির ফিচারে রয়েছে আকর্ষণীয় বিশাল আকৃতির ৬ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাংয়ের নতুন এই ফোনটির বিশেষ ফিচার হল ৬ জিবি র্যাম। এ ছাড়া ৬৪ বিট অক্টাকোর প্রসেসরের ফোনটির ইনবিল্ট মেমোরি ৬৪ জিবি। গ্যালাক্সি সি৯ প্রো স্মার্টফোনটির ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে এফ১.৯ অ্যাপারচার। ফলে কম আলোতেও ভালো ছবি তোলা যাবে এই ক্যামেরায়। গ্যালাক্সি সি৯ প্রো হ্যান্ডসেটে থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ডুয়েল সিম সুবিধার এই স্মার্টফোন কালো এবং সোনালি এই দুটি রঙের সংস্করণে পাওয়া যাবে। চমৎকার সব ফিচারের এই ফোনটির মূল্য ৫৪৫ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ হাজার ২০০ টাকা। স আকাশ নিবির
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।