পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সম্প্রতি ঢাকা এক্সপোর্ট প্রোসেসিং জোন (ইপিজেড)-এ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের আয়োজনে ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ও ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ঢাকা ইপিজেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক দিকসমূহের প্রতি বিশেষ গুরুত্বারোপের মধ্য দিয়ে সেমিনারের সূত্রপাত করেন ঢাকা ইপিজেড-এর জেনারেল ম্যানেজার মোঃ আবদুস সোবহান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকিং প্রধান মোহাম্মদ ই. হক অনুষ্ঠানে স্বাগত প্রবন্ধ উপস্থাপন করেন। বর্তমান বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে ২০১৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার গঠন কিরূপ হবে সে বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের ফিন্যান্সিয়াল মার্কেট প্রধান আলমগীর মোরশেদ। সেমিনারে ঢাকা ইপিজেড এর ক্লায়েন্টদের সুবিধার্থে ব্যাংকিং লেনদেনের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে আলোচনা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের ট্রানজাকশন ব্যাংকিং প্রধান অপূর্ব জেইন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।