Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীতেও আ’লীগ জিতবে নাসিক নির্বাচন তারই গ্রিন সিগন্যাল : মোহাম্মদ নাসিম

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনেও জনগণ নৌকার পক্ষেই রায় দিবে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক নির্বাচনের ফলাফল তারই গ্রীন সিগন্যাল। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন, তাদের জন্য কাজ করেন। তাই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আ’লীগসহ ১৪ দলের নেতাকর্মীদের নির্দেশ নিয়েছেন। তিনি রোববার বিকেলে বগুড়া শহরের মাটিডালীতে ১৪ দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, ১৪ দলের কেন্দ্রীয় নেতা ডা. শাহাদৎ হোসেন, রেজাউর রশিদ খান, অধ্যাপক নুরুল মজিদ বেলাল, এজাজ আহমেদ মুক্তা, কমরেড অসীত বড়–ন রায়, রোকনুজ্জামান রোকন, আতাউলাহ, বিরেন সাহা, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, মাশরাফি হিরো, আল রাজি জুয়েল, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ। সাত শতাধিক দুঃস্থ ব্যক্তির মাঝে প্রধান অতিথি কম্বল বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহাম্মদ নাসিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ