পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর বসুন্ধরা সিটিতে কার এক্সপোর আয়োজন করেছে বিক্রয় ডট কম। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল ইম্পোটার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা) ও স্পø্যাশ গ্রুপ এর যৌথ ব্যবস্থাপনায় আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি তিন দিনব্যাপী এই বারভিডা কার এক্সপো অনুষ্ঠিত হবে। বারভিডার এবারের মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, নেক্সট জেনারেশন ভেহিক্যাল (এনজিভি) বা আগামী প্রজন্মের গাড়ি, হাইব্রিড, হাইড্রোজেন, ইলেকট্রনিক ফুয়েল সেল (ইএফসি) গাড়ি সম্পর্কে ক্রেতাদের একটি স্বচ্ছ এবং সুন্দর ধারণা দেওয়া।
এই সব হাইব্রিড গাড়ি শুধু পরিবেশ তথা বায়ুদূষণ রোধেই অবদান রাখবে না, উপরন্তু জীবাশ্ম জ্বালানির খরচ কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে অভূতপূর্ব ভূমিকা রাখবে। এছাড়াও মেলা থেকে আগ্রহী ক্রেতারা এক্সপোতে অংশগ্রহণকারী গাড়ির শো-রুমগুলো থেকে পছন্দের গাড়ি কিনতে পারবেন। বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি, বীমা, টায়ার, ব্যাটারি, লুব্রিকেন্ট, সিএনজি কনভারশন, গাড়ির নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা এবং গাড়ির মডিফিকেশন কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করছে। এই উদ্দেশ্যে গত ১৮ ও ১৯ জানুয়ারী রাজধানী জুড়ে জনগণের সচেতনতার লক্ষ্যে বাংলাদেশ রেসার্স ক্লাব (বিডিআরসি) একটি মোটর র্যালির আয়োজন করে। বিক্রয় ডট কম এর ম্যানেজিং ডিরেক্টর মিশা আলি বলেন, ‘বারভিডা কার এক্সপো ২০১৬ এর অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত। বিক্রয় ডট কম পরিবেশের ওপর তার অবদানের ব্যাপারে খুবই সচেতন। বারভিডা কার এক্সপো ২০১৬ ক্রেতা এবং দর্শনার্থীদের যানবাহন শিল্পে ব্যবহৃত নানা ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি স¤পর্কে ধারণা দেবে এবং সচেতনতার সৃষ্টি করবে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।