Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিউম্যান রাইটস ওয়াচ ভাড়াটে সংস্থা আ’লীগ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে ভাড়াটে সংগঠন বলে অভিহিত করেছে আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বিএনপি-জামায়াত এবং যুদ্ধাপরাধীদের পক্ষে ভাড়ায় খাটে। শুধু তাদের পক্ষে নয়, সিলেটে তারাপুর চা বাগান সই জালিয়াতি করে আত্মসাতের কারণে আটক ব্যবসায়ী রাগিব আলীর পক্ষে বিবৃতি দিয়ে প্রমাণ করেছে হিউম্যান রাইটস ওয়াচ একটি ভাড়াটে সংগঠন। তারা পয়সার বিনিময়ে বিবৃতি দেয়, ভাড়ায় খাটে। তাদের বিবৃতি কিনতে পাওয়া যায়।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা  সম্পূর্ণ ভিত্তিহীন, একপেশে, ভুল তথ্যপূর্ণ এবং বানোয়াট। আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে প্রকাশিত এইচআরডব্লিউ’র এই ধরনের ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রত্যাখ্যান করছি, তীব্র নিন্দা জানাচ্ছি।
এইচআরডব্লিউ’র ওই প্রতিবেদনকে পক্ষপাতমূলক আখ্যায়িত করে হাছান বলেন, ওই বিবৃতি নিয়ে বিএনপির মহাসচিব ও সিনিয়র যুগ্মমহাসচিবসহ দলের নেতারা প্রতিদিন বানোয়াট মিথ্যা বিবৃতি দিচ্ছে। এতে তাদের (বিএনপি) দেউলিয়াত্ব প্রমাণ হয়েছে। বিএনপি নেতাদের নিয়মিত বক্তব্যে প্রমাণ হচ্ছে তারা এ বিবৃতি কিনেছে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের কারণে শত শত মানুষ মারা গেলেও হিউম্যান রাইটস ওয়াচ তা নিয়ে কোনো বিবৃতিও দেয় নাই।
তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বিবৃতি দিয়েছে। অভিযোগ রয়েছে জামায়াতের লবিস্ট ফার্মের মাধ্যমে তারা অর্থ পেয়ে থাকেন। মনগড়া বিবৃতির জন্য সংগঠনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সরকারের আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। তখন সংস্থাটি নীরব ছিল।
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, সংস্থাটির অন্যমত পরিচালক আরিয়ান নায়ারে স্ত্রী ইভেন নায়ার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টরদের মধ্যে একজন। অভিযোগ আছে গ্রামীণ ফাউন্ডেশন থেকেও এ প্রতিষ্ঠান অর্থায়ন পেয়ে থাকে।
তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ এমন সংগঠন যার একপেশে রিপোর্ট প্রকাশের কারণে আন্তর্জাতিক পরিম-লে ব্যাপক সমালোচনা হয়েছে। লেনদেনের ক্ষেত্রেও অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞানবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৮ জানুয়ারি, ২০১৭, ৩:০৭ পিএম says : 0
    আমি বছরখানের উপর এসব বেসরকারি দেশী বিদেশী সংস্থার উপর আমার বক্তব্য দিয়ে আসছিলাম কিন্তু দুঃখ জনক হলেও সত্য আমার মন্তব্য নামি দামি পত্রিকায় ছাপা হবার পরও আওয়ামী লীগের নেতারা মনে হয় সেসব কথা গায়ে মাখেনি। কিন্তু আমার মন্তব্য বিদেশী সংস্থা এমনকি স্থানীয় বেদেশী কূটনৈতিকদের নজরে এসেছে। আমি বার বার বলছি সংস্থার কোন দোষ নেই এবং তারা যে প্রতিবেদন দেয় সেটাও একদিক থেকে সঠিক। তাই আমাদের সরকারি দল মানে আওয়ামী লীগকে ভাবতে হবে এদের জন্ম কখন কারা এদের সাথে জড়িত। এরা কাদের কাছ থেকে মন্তব্য গ্রহণ করেন ইত্যাদি বিষয়ে নজর দিলে আমি বিশ্বাস করি এভাবে ঢালাও ভাবে দোষারুপ করা যাবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ

১৪ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ