টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ এস৭ এজ ব্লু কোরাল নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। গ্যালাক্সি এস৭ এজ ফ্লাগশিপ ডিভাইসটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হ্যান্ডসেটগুলোর মধ্যে একটি বলে দাবী করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। কম আলোতে উজ্জ্বল ছবি তুলতে এই হ্যান্ডসেটে রয়েছে এফ/১.৭ অ্যাপারচার সমৃদ্ধ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এ ছাড়া কার্ভড এজ, স্ট্রিমলাইনড ফ্রন্ট ও ব্যাক কভার, বাড়তি মেমোরি, বাস্তব গেমিং অভিজ্ঞতা, ডুয়াল পিক্সেল ক্যামেরা এবং আরও অনেক ফিচার রয়েছে এতে। এর পাশাপাশি স্মার্ট সুইচ, ওয়্যারলেস এবং দ্রুততর চার্জিং সুবিধাও রয়েছে ফোনটিতে। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, “স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ ব্লু কোরাল হ্যান্ডসেটটি প্রসিদ্ধ ও বহুল জনপ্রিয় ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ ব্লু কোরাল হ্যান্ডসেটটি নিয়ে আসার মাধ্যমে, আমরা অঙ্গীকারবদ্ধ অত্যাধুনিক উদ্ভাবনসমূহ নিয়ে আমাদের সম্মানিত গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করছি”। গ্যালাক্সি এস৭ এজ ব্লু কোরালের দাম রাখা হয়েছে ৭৪,৯০০ টাকা।
স আকাশ নিবির
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।