পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, সেজন্য বিএনপি নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে অভিযোগ করে দায় এড়ানোর চেষ্টা করছে।
গতকাল শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। হানিফ বলেন, বিএনপি থেকে অনেকেই চলে যাচ্ছেন। দল থেকে পদত্যাগ করছেন। তারা তাদের প্রার্থী খুঁজে পাচ্ছেন না। মনোনয়ন দেয়ার জন্য প্রার্থী খুঁজে পাচ্ছেন না বলেই সরকারি দল আর নির্বাচন কমিশনের ওপর অভিযোগ করে দায় এড়ানোর চেষ্টা করছেন দলটির নেতারা।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা। কোনো রাজনৈতিক দলের প্রার্থী গুছিয়ে দেয়া নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আমরা আশা করি, বিএনপি যে ভুল রাজনীতির মধ্যে আছে সেই ভুল রাজনীতি থেকে দলটি বেরিয়ে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।