Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমরাহ চালু হলেও নবায়ন পাচ্ছে না এজেন্সিগুলো

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শামসুল ইসলাম : দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশী ওমরাহ চালু হলেও ধর্ম মন্ত্রণালয় থেকে ৪৭টি ওমরাহ এজেন্সি’র লাইসেন্স তিন বছর মেয়াদে নবায়ন পাচ্ছে না। নবায়ন না পাওয়ায় এসব ওমরাহ এজেন্সিগুলো সউদী আরবের ওমরাহ কোম্পানীগুলোর সাথে দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদন করতে পারছে না। ওমরাহ লাইসেন্স নবায়ন না হওয়ায় বাংলাদেশ ব্যাংকে দু’লাখ সউদী রিয়ালের ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারছে না এজেন্সিগুলো। ওমরাহ লাইসেন্স নবায়ন ফি, ট্যাক্স ও পূর্বের ভ্যাট পরিশোধ করেও গত দু’মাস যাবত ধর্ম মন্ত্রণালয় থেকে নবায়ন পাচ্ছে না। ঢাকাস্থ সউদী দূতাবাস কর্তৃপক্ষ যেসব ওমরাহ এজেন্সি ওমরা যাত্রী’র মোফা হাতে পেয়েছে তাদের দ্রুত ওমরাহ ভিসা সরবরাহ করছে। সউদী দূতাবাসে সকালে ওমরাহ ভিসার জন্য পাসপোর্ট জমা দেয়া হলে বিকেলেই ওমরাহ ভিসা হাতে পাওয়া যাচ্ছে। গত ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ থেকে সউদী আরবে ওমরাহযাত্রী যাওয়া শুরু হয়েছে। ওমরার নামে সউদী আরবে মানব পাচারের দরুন ২০১৫ সালের মার্চ মাসে সউদী সরকার বাংলাদেশী ওমরাহযাত্রীর মোফা ইস্যু বন্ধ করে দিয়েছিল। ১০৪টি ওমরা এজেন্সি’র মাধ্যমে প্রায় ১১ হাজার ওমরাহযাত্রী সউদী আরবে গিয়ে আর দেশে ফিরেনি। ওমরাহ চালুর জন্য বহু দেন দরবার করা হয়েছে। বাংলাদেশী ওমরাহ চালুর জন্য লবিং চালানোর জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পরামর্শে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবু রেজা নদভী এমপি ও হাবের ইসি’র সদস্য সৈয়দ গোলাম সরওয়ার গত ৯ ফেব্রুয়ারী সউদীর রাজধানী রিয়াদে যান। ড. আবু রেজা নদভী এমপি রিয়াদে সউদী ওমরাহ ডেপুটি মিনিস্টার ড. ঈশা রেওয়াজের সাথে যোগাযোগ করে ওমরাহ খুলে দেয়ার অনুরোধ জানান। ওমরাহ ডেপুটি মিনিস্টার ড. ঈশা রেওয়াজ ড.আবু রেজা নদভী এমপিকে বলেন, বাংলাদেশের ওমরাহ খুলে দেয়া হচ্ছে। ড. আবু রেজা নদভী এমপি গত ১৪ ফেব্রুয়ারী জেদ্দায় সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে অংশ গ্রহণ শেষে গতকাল দেশে পৌঁছেছেন। চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রগতি ট্রাভেলস (৫২) মক্কায় শাইয়ের ওমরাহ সার্ভিস কোম্পানীর সাথে ওমরাহ চুক্তি করে গতকাল পর্যন্ত ১০ টি মোফা হাতে পেয়েছে। প্রগতি ট্রাভেলসের ৪জন ওমরাহযাত্রীর ভিসাও ইস্যু হয়েছে। এসব ওমরাহযাত্রী আগামী ২৩ ফেব্রুয়ারী মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। হাবের ইসি’র সদস্য ও চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম সরওয়ার এতথ্য জানিয়েছেন। আজ-কালের মধ্যে প্রগতি ট্রাভেলসের আরো শতাধিক ওমরাহযাত্রীর মোফা এসে পৌঁছবে বলেও হাবের ইসি সদস্য সৈয়দ গোলাম সরওয়ার আশাবাদ ব্যক্ত করেন। হাসেম এয়ার ইন্টারন্যাশনালের সহযোগী প্রতিষ্ঠান খাজা এয়ার লাইনার (২৫৩) গতকাল পর্যন্ত ৩৮ জন ওমরাহযাত্রীর মোফা পেয়েছে। হাসেম এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও হাবের যুগ্ন মহাসচিব মোজাম্মেল হোসেন কামাল জানান, আগামীকাল সোমবার এসব ওমরাহযাত্রীর ভিসার জন্য সউদী দূতাবাসের পাসপোর্ট জমা দেয়া হবে। ভিসা হলে এসব ওমরাহযাত্রী আগামী ১ মার্চ থেকে সউদীতে যাত্রা শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এয়ার স্পীড প্রাঃ লিমিটেড (০১) গতকাল পর্যন্ত ২৮ জন ওমরাহযাত্রীর মোফা হাতে পেয়েছে। হাসেম এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও হাবের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন কামাল জানান, আগামীকাল সোমবার এসব ওমরাহযাত্রীর ভিসার জন্য সউদী দূতাবাসের পাসপোর্ট জমা দেয়া হবে। ভিসা হলে এসব ওমরাহযাত্রী আগামী ১ মার্চ থেকে সউদীতে যাত্রা শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এয়ার স্পীড প্রাঃ লিমিটেড (০১) গতকাল পর্যন্ত ২৮ জন ওমরাহযাত্রীর মোফা হাতে পেয়েছে। হাসেম এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও হাবের যুগ্ন মহাসচিব মোজাম্মেল হোসেন কামাল জানান, আগামীকাল সোমবার এসব ওমরাহযাত্রীর ভিসার জন্য সউদী দূতাবাসের পাসপোর্ট জমা দেয়া হবে। ভিসা হলে এসব ওমরাহযাত্রী আগামী ১ মার্চ থেকে সউদীতে যাত্রা শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এয়ার স্পীড প্রাঃ লিমিটেড (০১) গতকাল পর্যন্ত ২৮ জন ওমরাহযাত্রীর মোফা হাতে পেয়েছে। নর্থ সাউথ ট্রাভেলসের এমডি ফারুক আহমেদ জানান, তাদের সহযোগী প্রতিষ্ঠান ইউনিয়ন ট্রাভেলসের ৪৮ জন ওমরাহযাত্রীর মোফা এসেছে। গত শুক্রবার থেকে তাদের ওমরাহযাত্রী সউদী আরবে যাওয়া শুরু করেছে। গতকাল রাতে মদিনা থেকে টেলিফোনে হাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল ইনকিলাবকে জানান, মুনা ট্রাভেলসের সহযোগী প্রতিষ্ঠান মুজদালিফা এভিয়েশন ও সিয়াম এভিয়েশনের ৯২জন ওমরাহযাত্রী মদিনায় এসে পৌঁছেছেন। এসব ওমরাহযাত্রী মদিনায় সুস্থ আছেন। তারা আগামী ২৩ ফেব্রুয়ারী মক্কায় যাবেন এবং আগামী ১ মার্চ দেশে ফিরবেন। উল্লেখিত ওমরাহ এজেন্সি দু’টির আরো ১শ’ ৩৪জন ওমরাহযাত্রীর ভিসা হাতে পাওয়া গেছে। আগামী ১ মার্চ তারা বাংলাদেশ বিমান যোগে মক্কায় পৌঁছবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল গত বছরের ন্যায় যাতে হজযাত্রীরা এবারও হজযাত্রী কোটা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন তার জন্য সুষম বন্টনের উদ্যোগে নিতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন। এদিকে, সউদী বাংলা এয়ার সার্ভিসেস লিমিটেডের এমডি আলহাজ আহসান উল্লাহ বলেন, সরকার দ্বিতীয় দফায় ৪৭টি ওমরা এজেন্সিকে ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমতি দিলেও লাইসেন্স নবায়ন না দেয়ায় তারা বিপাকে পড়েছেন। তিনি অনতিবিলম্বে এসব বৈধ ওমরাহ লাইসেন্সের নবায়ন কাজ সম্পন্ন করার জোর দাবী জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওমরাহ লাইসেন্স নবায়ন না করায় ওমরাহর কার্যক্রম শুরু করতে পারছে না এসব এজেন্সিগুলো। এতে ওমরাহ এজেন্সিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমরাহ চালু হলেও নবায়ন পাচ্ছে না এজেন্সিগুলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ