Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুট-ম্যাপ মেনেই সকলকে শহীদ মিনারে যেতে হবে

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৫২ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০১৬

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুশৃঙ্খভাবে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ করেছে একুশে উৎযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে একুশের প্রথম প্রহর থেকে সর্বসাধারণকে এ রুট-ম্যাপ মেনেই শহীদ মিনারে যেতে হবে। রুট-ম্যাপ অনুযায়ী আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য জনসাধারণকে পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি মোড়, ভিসি ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেইট দিয়ে কবরস্থানে প্রবেশ করতে হবে। শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল ফটক (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে অর্থাৎ সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যেতে হবে। তবে কবরস্থানে না গিয়ে বিকল্প পথে যারা শহীদ মিনারে যেতে চান তারা ভিসি ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যেতে পারবেন। নিউমার্কেট ক্রসিং থেকে হোম ইকোনমিক্স ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়েও আজিমপুর (বেবি আইসক্রিম) মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। চানখারপুল এলাকা থেকে বকশি বাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়েও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চানখারপুল হয়ে শুধুমাত্র প্রস্থান করা যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।
অন্যদিকে, টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিব বাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। ভিসি ভবন গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চানখারপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।
কঠোর নিরাপত্তা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকায় ২১ ফেব্রুয়ারি সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল শনিবার সকালে জাতীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে ডিএমপি কমিশনার বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জাতীয় শহীদ মিনার এলাকায় যে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা ভেদ করে কেউ কেউ কোনো নাশকতা চালাতে পারবে না। ঘটনাস্থল পরিদির্শনকালে সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাড্ডায় জঙ্গি আস্তানার সন্ধান প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, যারা আইনশৃঙ্খলা ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চায় এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায় তারাই এ ধরনের জঙ্গি আস্তানা তৈরি করছে। বিশেষ ব্যবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শহীদ মিনারে ফুল দেওয়ার প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই দেশের যে কোনো নাগরিককে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আমাদের কাছে তার নিরাপত্তার জন্য আবেদন করেন, তাহলে আমরা তা বিবেচনা করে দেখবো।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারের পুরো বেদী র‌্যাবের ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। প্রস্তুত রয়েছে র‌্যাবের বোম নিস্ক্রিয়করণ টিম, ডগ স্কোয়াড ও ‘স্ট্রাইকিং ফোস। শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, দিবসটি ঘিরে সারা দেশেই নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব সদস্যরা নিয়োজিত থাকবে। র‌্যাব-৩ এর সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার, আজিমপুর কবরস্থানসহ কয়েকটি এলাকাকে ৫টি সেক্টরে ভাগ করে র‌্যাবের নজরদারি, চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা তিন স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। সর্বস্তরের মানুষের নিরাপত্তায় ছদ্মবেশ ও সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুট-ম্যাপ মেনেই সকলকে শহীদ মিনারে যেতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ