Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার চর্চা নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে শিক্ষা যেন মানবীয় উন্নয়নের সূচক হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ সম্প্রসারণ করে গবেষণার চর্চা নিশ্চিত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সোমবার উত্তরা ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করারও আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। আগুন সন্ত্রাসের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলা যাবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বরেণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অতিথিবৃন্দ। আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মমতাজ বেগম, রেজিস্ট্রার কাজী মহিউদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ কে এম মোজাম্মেল হক এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ