Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সম্পৃক্ত হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশব্যাপী উন্নয়নমেলার উদ্বোধন

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সম্পৃক্ত হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সার্বিক উন্নয়নে সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হতে বলেছেন। প্রধানমন্ত্রী গতকাল সোমবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন সর্বস্তরে। সংসদ সদস্য থেকে একেবারে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড মেম্বাররা প্রত্যেকেই বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ রয়েছেন, আমাদের প্রশাসনে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থার সদস্যরা- সকলেরই একটি সমন্বিত উদ্যোগ থাকলে পরে এই বাংলাদেশকে
আমরা অতি দ্রুত দারিদ্র্যমুক্ত করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী আয়োজিত এই উন্নয়ন মেলা দেশের ৬৪টি জেলা এবং ৪৯০টি উপজেলায় একযোগে উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মেলার উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে সকল জেলা ও উপজেলায় বেলুন ও পায়রা উড়িয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং প্রশাসনের কর্মকর্তারা মেলার উদ্বোধন করেন।
এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে- দেশের চলমান উন্নয়ন সাফল্যকে জনগণের সামনে তুলে ধরে তাদের সরকারের উন্নয়নকাজের সঙ্গে সম্পৃক্ত করা। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা। গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত ছিল টাঙ্গাইল, বরিশাল, খুলনা ও গোপালগঞ্জ জেলা। মেলার কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এসব জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আবদুল হালিম অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মেলার আয়োজন সংশ্লিষ্ট সকল বিষয় অনুষ্ঠানে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকা-ের একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়।
উন্নয়ন মেলায় জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতর, সংস্থা, ব্যাংক ও বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা মেলায় অংশগ্রহণ করছে।
মেলায় একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে।
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশকে পিছিয়ে দেয়ার দিন শেষ হয়েছে। হত্যা-ক্যুর রাজনীতি বিদায় নিয়েছে। এখন আমরা উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পর এখন স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও কাজ করছি। আজ আমরা উন্নয়ন মেলা করছি। এর লক্ষ্য আমরা উন্নয়নের পথে সফলভাবে এগিয়ে চলেছি। এর আগে আমরা যতোটা পঞ্চবার্ষিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি, তাতে সফল হয়েছি। এরপর নতুন করে পঞ্চবার্ষিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। দেশের উন্নয়ন যেন স্থায়ী হয় এবং এর সুফল যেন দেশের মানুষ পায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাগণের পরস্পরের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসমূহ চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেও এই মেলা বিশেষ ভূমিকা রাখবে। আমি আশাকরি, এই মেলাটা যেন সফল হয়। কারণ, বাংলাদেশকে আমরা খুব দ্রুত দারিদ্রমুক্ত করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, খুলনা থেকে ভিক্ষুক পূনর্বাসনের একটা প্রশংসনীয় উদ্যোগ নেয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা নিজেরা উদ্যোগ নিয়ে তাদের একদিনের বেতন অনুদান হিসেবে দিয়ে একটি ফান্ড তৈরি করে তারা খুলনাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নিয়েছেন এবং এটি অত্যন্ত সফল হয়েছে।
তিনি বলেন, এক সময় যে ভিক্ষা করত, আজকে সে নিজের পায়ে দাঁড়িয়ে একটি মর্যাদাপূর্ণ জীবিকার পথ বেছে নিয়েছে। আমি মনেকরি সমগ্র বাংলাদেশের প্রতিটি নির্বাহী কর্মকর্তা যদি এভাবে উদ্যোগ নেন তাহলে প্রতিটি জেলা-উপজেলা ভিক্ষুকমুক্ত হতে পারে এবং প্রতিটি মানুষ একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন। তার ভেতরেও একটি আত্মবিশ্বাস জেগে ওঠে।
প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে আরো বলেন, ঠিক এমনিভাবে বরিশালেও এটা শুরু হয়েছিল, টাঙ্গাইলে যেটি করা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘সিটিজেন জার্নালিস্ট গ্রুপ’ সৃষ্টি করে মরে যাওয়া লৌহজং নদীতে পানির প্রবাহ সৃষ্টির উদ্যোগ তারা নিয়েছেন। তারা একদিকে যেমন নদীকে দখলমুক্ত করেন, অন্য দিকে নদী পুনখনন করে নদীতে জলধারা আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেন।
এ ধরনের উদ্যোগ দ্রুত দারিদ্র বিমোচনের পাশপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে বলেও প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করে খুলনায় পুনর্বাসিত ভিক্ষুক আম্বিয়া বেগমের সঙ্গে ভিপিও কনফারেন্সে মতবিনিময় করেন। আম্বিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় একটি সেলাই মেশিন এবং নগদ কিছু অর্থ সাহায্য পাওয়ায় ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে নিজে আয় করে চলছেন শুনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উন্নয়ন কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ৬৪ জেলা এবং ৪৯০টি উপজেলায় উন্নয়ন মেলা করছি। বিভিন্ন দেশে আমাদের যেসব দূতাবাসগুলো রয়েছে তারাও সুবিধা মতো সময়ে এই মেলার আয়োজন করছে, যেন বিদেশিরাও জানতে পারে- আমরা উন্নয়নের জন্য কী কী কাজ করছি। মেলায় আমরা সরকারি সেবাসমূহের তথ্যচিত্র পদর্শন করছি। এভাবে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। মুখে হয়তো আমরা এমডিজি, এসডিজি বলি, কিন্তু এ থেকে দেশের মানুষ কী কী সুবিধা পাবে, তা এই মেলার মধ্য দিয়ে জানা যাবে।
তিনি বলেন, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। কোন অঞ্চলে কী উৎপাদন হয় তার ভিত্তিতে কিভাবে শিল্পাঞ্চল গড়ে তোলা যায় তা নিয়ে ভাবছি আমরা। আমাদের অর্থনৈতিক অঞ্চলে যেন আরো বিনিয়োগ আসে- সে পদক্ষেপ নিয়েছি। আরো কী কী হলে ভালো হয়, সে মতামত নিচ্ছি আমরা। কেউ সমস্যায় পড়লে সমাধান করা হচ্ছে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকার প্রযুক্তি খাতের উন্নয়নেও ব্যাপকভাবে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ব্যাপক প্রযুক্তিগত উন্নয়ন করছি। ডিজিটাল সেন্টার করে দিয়েছি, জনগণ সেখান থেকে সেবা পাচ্ছে। প্রযুক্তিগত উন্নয়ন করেছি বলেই আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়ন মেলার উদ্বোধন করছি। আপনাদের কথা শুনছি। উন্নয়ন মেলায় জন প্রতিনিধি, কৃষক, শ্রমিক সবাই থাকবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, উন্নয়নের তথ্য এবং ভবিষ্যতে কী সম্ভাবনা রয়েছে তা জানার ক্ষেত্রে এটি সুবর্ণ সুযোগ।
সলেটে উন্নয়ন মেলা
সিলেট অফিস : সিলেটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় তিনি বলেন, একই ছাদের নিচে সরকারের সব দপ্তরের সেবা পাওয়া যাবে উন্নয়ন মেলায়। তিনি সকলকে মেলায় আসার আহ্বান জানান।
সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
রাজশাহীতে মেলা শুরু
রাজশাহী ব্যুরো : রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে রাজশাহী শহরও পাল্টে যাবে। রাজশাহী শুধু শিক্ষা নগরী থাকবে না, শিল্প নগরীতেও পরিণত হবে। রাজশাহী কলেজ মাঠে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৭’র উদ্বোধনকালে প্রধান অতিথি থেকে তিনি এই কথা বলেন ।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আখতার জাহান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া ও বিশিষ্ট সমাজসেবক শাহীন আক্তার রেনী।
খুলনার মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর
খুলনা ব্যুরো  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল  বিকেল ৩টায় খুলনা উন্নয়ন মেলা উদ্বোধন করেন। এক সাথে সারা দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় অনুষ্ঠিত মেলাও উদ্বোধন হয়। এসময় প্রধানমন্ত্রী মেলায় উপস্থিত বিভিন্ন জনের সাথে সরাসরি মতবিনিময় করেন। তিনি খুলনায় অনুষ্ঠিত এ মেলায় ডিজিটাল পদ্ধতিতে সরাসরি যোগাযোগের মাধ্যমে জনগণের সাথে সেতুবন্ধনের অনন্য নজির স্থাপন করলেন।
বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ প্রধানমন্ত্রীকে খুলনার উন্নয়নের বহুমুখী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো জানান। বিশেষ করে খুলনাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ একটি মহতী উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রীর প্রশংসা অর্জন করে। এসময় একজন ভিক্ষুকের সাথে প্রধানমন্ত্রী কথা বলেন যিনি জেলা প্রশাসনের দেয়া সেলাই মেশিন পেয়ে  স্বাবলম্বী হয়েছেন। একজন কৃষকের কাছে প্রধানমন্ত্রী তার কৃষি বিষয়ক উদ্যোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, কৃষি বিভাগের প্রশিক্ষণে তার যে জ্ঞান অর্জিত হয়েছে তাতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগে আশাতীত স্বাফল্য অর্জন করেছেন।
যশোরে মেলা উদ্বোধন
যশোর ব্যুরো : সোমবার বিকেলে যশোর শহরের টাউন হয় ময়দানের মেলার উদ্বোধন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) পারভেজ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ। এর আগে সকালে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি ৬০টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
এছাড়া নাটোর, নড়াইল, রাজবাড়ী, মাদারীপুর, নরসিংদী, পাবনা,নওগাঁ, নেত্রকোনা, মেহেরপুর, ভোলা জেলা সহ সোনাইমুড়ি, শাহরাস্তি, ধামরাই, সেনবাগ, শার্শা, তাড়াইল, ফুলাবাড়ী, সোনাগাজী, কয়রা, কমলনগর, রামগতি, গোদাগাড়ী, গলাচিপরি, বাসাইল, বোদা, চৌদ্দগ্রাম, ফুলপুর, ইসলামপুর, পটিয়া, মঠবাড়িয়া, উল্লাপাড়া, হাটহাজারী, সীতাকুন্ড, তেঁতুলিয়া, মংলা, শিবচর, বোরহানউদ্দিন, মাধবপুর, ফরিদগঞ্জ, গৌরিপুর, কমলগঞ্জ, হাকিমপুর, ফুলছড়ি, নেছারাবাদ, কেরানীগঞ্জ, কেশবপুর উপজেলায় গতকাল ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়।



 

Show all comments
  • জাহিদ ১০ জানুয়ারি, ২০১৭, ২:৪০ এএম says : 0
    সকলের এই আহ্বানে সাড়া দেয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ