পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি এক আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ঘইঅ) তৃতীয় ইসি কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সংবাদ অনেক সংবেদনশীল একটি ব্যাপার। একজন উপস্থাপককে দায়িত্বশীলতার সাথে কাজটি সম্পন্ন করতে হয়। নতুনদের উদ্দেশে তিনি বলেন, যারা নতুন এ পেশায় আসছেন জেনেবুঝে পেশাদারিত্বের সাথে আপনাদের কাজ করে যেতে হবে। তিনি এনবিএর নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং তার সমস্ত সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন উপস্থিত ছিলেন। ২ সেপ্টেম্বর ২০১৬ অনুষ্ঠিত হয় এনবিএর তৃতীয় ইসি কমিটির নির্বাচন। এনবিএর সদস্যদের অংশগ্রহণে ১৪ সদস্যবিশিষ্ট তৃতীয় ইসি কমিটি নির্বাচিত হয়। এতে মুনিরুল ইসলাম প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী। ভাইস প্রেসিডেন্ট পদে জাভেদ কারদার, অর্গানাইজিং সেক্রেটারি পদে ফারাবি হাফিজ, ট্রেজারার পদে শরীফ উল হক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস সেক্রেটারি পদে ইকবাল বাহার, কালচারাল সেক্রেটারি লোপা হোসেইন, লিগাল অ্যাফাইরস সেক্রেটারি নুজহাত আফরিন, এডুকেশন এবং ট্রেইনিং সেক্রেটারি গোলাম রাব্বি, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি বাসুদেব সাহা, ইভেন্ট সেক্রেটারি মুহাম্মদ ওয়ালিউল্লাহ এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন মীর তৌফিক হুসাইন, সাদাত সরকার ও রিয়াজ হাফিজ। এ ছাড়া উপদেষ্টা কমিটিতে রয়েছেন সাইদুর রহমান, শামসউদ্দিন হায়দার ডালিম, মুমতাহিনা, সাবিনা মেহেদী, রাশেদ কাঞ্চন ও কাওসার মাহমুদ। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।