Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুয়াওয়ের মাইলফলক বিক্রি

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশসহ বিশ্বব্যাপি ১০ মিলিয়ন পি৯ ও পি৯ প্লাস বিক্রির মাইলফলক অতিক্রম করেছে হুয়াওয়ে। দুর্দান্ত ক্যামেরার পি৯ স্মার্টফোনটির বিশেষ ফিচার হচ্ছে লাইকার ডুয়েল লেন্স ক্যামেরা। এটিই হুয়াওয়ের প্রথম কোনো ফ্ল্যাগশীপ মডেল যেটি ১০ মিলিয়ন বিক্রির মাইলফলক ছুঁয়েছে। এ সাফল্য পণ্য এমনকি ব্র্যান্ড হিসেবে হুয়াওয়েকে ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গিয়েছে। উত্থান-পতন থাকা সত্যেও স্মার্টফোনের বাজারে গত ২০১৬ সালে হুয়াওয়ের প্রিমিয়াম ডিভাইসটি ব্যাপক সফলতা বয়ে এনেছে যা বিশ্ব বাজারে স্মার্টফোনের ক্ষেত্রে হুয়াওয়ের বিনিয়োগ ইতিবাচক প্রমাণ করেছে। গত বছরের এপ্রিল মাসে উন্মোচিত হওয়া পি৯ ডিভাইসটি জার্মানীর বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লাইকা এজি-এর সঙ্গে মিলে তৈরি করে হুয়াওয়ে। এই অংশীদারিত্ব স্মার্টফোনে নতুন এবং উন্নত ক্যামেরা যুক্ত করার ক্ষেত্রে মানদন্ড তৈরি করেছে যা স্মার্টফোন দিয়ে অসাধারণ ছবি তোলার অভিজ্ঞতা নিয়ে এসেছে।  বিশ্বব্যাপি বাজারে আসার মাত্র ছয় সপ্তাহেই ২.৬ মিলিয়নের বেশি পি৯ ডিভাইস রপ্তানী করেছে হুয়াওয়ে যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাজারে আসার আট সপ্তাহের মাথায় বিশেষজ্ঞ ও গ্রাহকদের কাছ থেকে অভাবণীয় সাড়া পেয়েছে পি৯। বিশেষ করে ক্যামেরা, ডিজাইন এবং কর্মদক্ষতার বিচারে অল্প সময়ে এত জনপ্রিয়তা পেতে সক্ষম হয়েছে পি৯ ডিভাইসটি। ইআইএসএ-এর কাছ থেকে ইউরোপিয়ান কনজ্যুমার স্মার্টফোন ২০১৬-১৭ অ্যাওয়ার্ড, সিইএস এশিয়া থেকে বেস্ট পার্সোনাল কম্পিউটিং ডিভাইস অ্যাওয়ার্ড ছাড়াও শতাধিক আন্তর্জাতিক পাবলিকেশনগুলোর কাছ থেকে হুয়াওয়ে এই স্বীকৃতি পেয়েছে যে, স্মার্টফোনে উন্নত ক্যামেরার জন্য পি৯ ডিভাইসটি অন্যতম।  স শিবলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ