Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাওমি মোবাইলে ২ বছরের ওয়ারেন্টি

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বখ্যাত মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে এখন থেকে ২ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এর মধ্যে ১ বছরের যন্ত্রাংশ ও ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে। বাংলাদেশে শাওমির অনুমোদিত পরিবেশক সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড (এসইবিএল)-এর প্রধান নির্বাহী  দেওয়ান কানন বলেন, গ্রাহকদের আস্থা অর্জনের চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা ২ বছরের বিক্রয়োত্তর সেবা চালু করেছি, আর এই সেবাটি গত ৫ ডিসেম্বর কার্যকর করা হয়েছে। গ্রাহকদের শতভাগ সন্তুষ্টিই আমাদের লক্ষ্য। শাওমি তরুণ প্রজন্মের কাছে এখন একটি উন্মাদনার নাম। কম দামে মানসম্পন্ন ও হাই-কনফিগারেশনের প্রযুক্তি ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে বলেই অল্প সময়ে শাওমি এতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে বলে দেওয়ান কানন মনে করেন। এসইবিএল কর্তৃপক্ষ জানান, স্মার্টফোনের পাশাপাশি শাওমির লাইফস্টাইল ডিভাইসের রয়েছে বিপুল সমাদর। গ্রাহকরা যাতে সহজে শাওমির পণ্য কিনতে পারে সেজন্য এখন শাওমির নিজস্ব অনলাইনে শপ চালু করা হয়েছে। শাওমি বাংলাদেশের ওয়েবসাইটের (িি.িীরধড়সরনধহমষধফবংয.পড়স.নফ/গ ওঝঃড়ৎব/) স্টোর থেকে অর্ডার করলে বিনা খরচে ক্যাশ অন ডেলিভারি (সিওডি)’ পদ্ধতিতে পণ্য পৌঁছে যাবে গ্রাহকের দোর গোড়ায়। স ইমরান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ