Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্ভিদ রোগ বিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক সম্মেলন

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাংলাদেশ উদ্ভিদ রোগবিজ্ঞান সমিতির ৯ম দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর কাজী এম বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।
বাংলাদেশ উদ্ভিদ রোগ বিজ্ঞান সমিতির সভাপতি ড. এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম মÐল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুবার রহমান, ভিসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
এ বছরের ৯ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান হতে প্রায় দুই শতাধিক উদ্ভিদ রোগতত্ত¡বিদ অংশগ্রহণ করেন। বিভিন্ন ফসলের রোগের প্রাদুর্ভাব ও পরিবেশবান্ধব রোগ দমন ব্যবস্থাপনাসহ ফসলের রোগের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে এবারের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ভিদ রোগ বিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক সম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ