Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেশে প্রথমবারের মতো নদীপথে চট্টগ্রাম বন্দরে রপ্তানি

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দেশে প্রথমবারের মতো নদীপথে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যের কন্টেইনার পবিবহন শুরু হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যের কন্টেইনারবাহী জাহাজের পরীক্ষামূলক যাত্রা শুরুর মধ্যদিয়ে সামিট-অ্যালায়েন্স পোর্ট লি. (এসএপিএল) এর অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের প্রথম বেসরকারি নৌ-কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু হয়। সেদিন এক অনানুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিশ্বখ্যাত মার্কস এ- স্পেন্সারের রপ্তানি পণ্যবাহী কন্টেইনার- এপিএল লজিস্টিকস্-এর সহায়তায় বিশেষায়িত জাহাজে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরুর করে এবং একইসাথে দেশে প্রথমবারের মতো নদীপথে রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহনের শুভ-সূচনা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পানগাঁও কাস্টমস্ হাউসের কমিশনার হোসেইন আহমেদ, মার্কস এ- স্পেন্সারের সিনিয়র অপারেশন ম্যানেজার আমিন-উর-রাহমান, এপিএল লজিস্টিকস্-এর কাস্টমার সার্ভিস ম্যানেজার ফরিদা ইয়াসমীন রাখী, সাফমেরিনের ক্লাস্টার ম্যানেজার মো. নজরুল ইসলামসহ সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ