পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ব্লক মার্কেটে মঙ্গলবার সবচেয়ে বেশি লেনদেন করেছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটি ২৫ লাখ ইউনিট লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ২ কোটি ৫ লাখ টাকা। মঙ্গলবার ব্লক মার্কেটে মোট দুই কোম্পানি ও পাঁচ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৩৭ লাখ ৯১ হাজার ৩৭০টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ৫ কোটি ১৬ লাখ টাকা। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, যার আর্থিক মূল্য ৭৬ লাখ টাকা। জাহিন স্পিনিং এক লাখ ৭০০ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে, যার আর্থিক মূল্য ২২ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলোÑ এ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ইফাদ অটোস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।