Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বসুন্ধরার নতুন টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর’র লোগো উন্মোচন

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উন্মোচিত হলো বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর’র লোগো। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে আনুষ্ঠানিকভাবে এ লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। এর মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ইলেক্ট্রনিক মিডিয়ার জগতে পা রাখলো। বাংলাদেশের সংবাদমাধ্যম জগতে যাত্রাকালে ‘বিশ্বজুড়ে বাংলাদেশ এক নতুন উচ্চতায়/পজিটিভ বাংলাদেশের কথাই বলবো আমরা’, ‘সবার আগে সর্বশেষ খবর নিয়ে ২৪ ঘণ্টা আপনার পাশে’, ‘নিরপেক্ষতা বলতে কিছু নেই/আমরা জনগণের পক্ষে’, ‘সমস্যা...সম্ভাবনা...স্বপ্ন... এবং আপনার কথা বলবে নিউজ টোয়েন্টিফোর’ ইত্যাদি সেøাগান বা অঙ্গীকার তুলে ধরে নতুন এ টিভি চ্যানেল।



 

Show all comments
  • Tuaha Amin ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৯ পিএম says : 0
    সংবাদ চ্যানেল চেয়ে বাংলাদেশ এর জনগণের খেলাধুলার চ্যানেল বেশি প্রয়োজন। অন্তত একটা চ্যানেল থাকলে অন্য কারো মুখাপেক্ষি হতে হয়না
    Total Reply(0) Reply
  • Liton Mahmood ৭ জুন, ২০২২, ৬:৫৫ পিএম says : 0
    বিশ্বের যে কোন প্রান্ত থেকে দেশের মানুষ ফুটবল খেলা দেখতে পারে সেই রকম একটা টিভি চ্যানেল চালু করার জন্য আনভীর স্যারের কাছে আবেদন করছি। আনভীর স্যার আশা করি ব্যবস্থা গ্রহণ করবে মহান আল্লাহ তায়ালা আনভীর স্যারের উপর রহমত দান করুক। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বসুন্ধরার নতুন টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর’র লোগো উন্মোচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ