পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
‘নাগিন টু’ সিরিয়ালের মূল অভিনেত্রী মৌনী রায় জানিয়েছেন, বিনোদন জগতে কাজ করতে গেলে সবাইকে খুশি করা সম্ভব নয়।
অনেকের অভিযোগ ‘নাগিন’ ‘সাসুরাল সিমার কা’র মতো সিরিয়ালগুলোর বিষয়বস্তু পুরনো আর পুনরাবৃত্তিশীল। মৌনী জানিয়েছে, এ অভিযোগ আর সমালোচনার ধার ধারেন না তিনি।
“আমি যত দিন এই জগতে আছি তাতেই জেনেছি সবাই যে আমাকে পছন্দ করবে তা নয়, আর আমি যা করছি তার সঙ্গে সবাই যে একমত হবে তা ভাবাও ঠিক নয়। আমি সবার মতের দাম দিই,” মৌনী এটি সংবাদ সংস্থাকে বলেন।
তিনি আরও বলেন : “এই ‘নাগিন টু’ হলো একটি ফ্যান্টাসি ধারার ফিকশন শো। এটি ঠিক সেভাবেই উপস্থাপন করা হচ্ছে। আমি জানি এমনও অনুষ্ঠান আছে যার মধ্যে প্রতিশ্রæতি আছে, আছে বাণী। এ ক্ষেত্রে তা নেই এবং আশা করাও ঠিক নয়।”
মৌনী ‘তুম বিন টু’ চলচ্চিত্রে ‘কি কারিয়ে নাচনা আওন্দা নাহি’ আইটেম নৃত্য দৃশ্যে পারফর্ম করেছেন। তিনি আরও বলেছেন, “শেষটা হলো দর্শকদের ওপর। তারাই ঠিক করে কোনটা দেখবে আর কোনটা বাদ দেবে। আমরা জোর করি না, জোর করে কাউকে গেলাই না।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।