Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকিং সল্যুশন ডে-তে মাইক্রোসফট

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দেশে প্রথমবারের মতো রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে সম্প্রতি ব্যাংকিং সল্যুশন ডে আয়োজন করেছে মাইক্রোসফট। বাংলাদেশে সাইবার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়ার পাশাপাশি অনলাইনে ব্যাংকিং লেনদেন নিরাপত্তার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে মাইক্রোসফট, বাংলাদেশ সরকার এবং দেশের সবকটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এ আয়োজনে অংশ নেন। বাংলাদেশে সাইবার নিরাপত্তা ও ট্রাস্টেড ক্লাউড সম্পর্কে শুরুতেই কথা বলেন মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক (অ্যাপাক) অঞ্চলের ডিজিটাল ক্রাইম ইউনিটের অ্যাসিটেন্ট জেনারেল কাউন্সিল কেসাভ এস ঢাকার (সিইএলএ)। এ সময়ে তিনি বলেন, “বাংলাদেশে ব্যাংকিং খাত অনেক গুরুত্বপূর্ণ একটি খাত। এ খাতের নিরাপত্তা নিশ্চিৎ করা অপরিহার্য। অনলাইনে নিরাপত্তা নিশ্চিৎ করার আগে অনলাইন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। উন্নত সফটওয়্যাল ও হার্ডওয়্যারের সঙ্গে উপযুক্ত সল্যুশনস ব্যবহারের মাধ্যমে অনলাইন ক্রাইম নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি আরো বলেন, বাংলাদেশে অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান এমনকি ব্যাংক এখনও সাইবার নিরাপত্তা দেয়ার মতো স্বক্ষমতা অর্জন করতে পারেনি। ফলে এসব ব্যাংক ও প্রতিষ্ঠানের গ্রাহকরা অর্থের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কায় থাকেন। গ্লোবাল ডিজিটালাইজেশনের সঙ্গে অভিন্ন প্রযুক্তিগত পরিবর্তন ব্যবসায়িক মডেলের ক্ষেত্রে একটি অপরিহার্য পদক্ষেপ। অনলাইনে হামলা রোধ করতে এবং গ্রাহকদের তথ্য ও অর্থের নিরাপত্তা প্রদানসহ সবরকম সেবার ক্ষেত্রে ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে উন্নত প্রযুক্তির সরণাপন্ন হতে হবে। ব্যাংকিং সল্যুশনস ডে-তে অ্যাপাকের এ্যাজুর এ্যানালিটিক্স এ্যান্ড ডাটা প্ল্যাটফর্মের সেলস ডিরেক্টর অরিজিত রয় কথা বলেন অ্যানালিটিক্স সলুশনস নিয়ে। তিনি বাংলাদেশের ব্যাংকিং খাতের তথ্যের উপর নির্ভর করে মাইক্রোসফটের সলুশনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষাংশে বক্তব্য দিতে গিয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, বর্তমান প্রেক্ষাপটে, তথ্যের নিরাপত্তা নিশ্চিৎ করতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অ্যাডভান্সড বা উচ্চমানের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতে করে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত পদ্ধতি থেকে বদলিয়ে ডিজিটালে রুপান্তর করা সম্ভব হবে এবং একই সাথে এক্ষেত্রে নতুন সুযোগ তৈরি, নির্ভুল ও সুক্ষ্ম তথ্যের নিশ্চয়তা দেয়া যাবে। ট্রাস্টেড টেকনোলজি বা নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে দেশের ব্যবসায়িক এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে মিলে কাজ করার ব্যাপারে মাইক্রোসফট দৃঢ়-প্রতিজ্ঞ।
স শিবলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ