Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যাটেলাইট ধরিয়ে দেবে কর ফাঁকিবাজদের

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর ফাঁকিবাজদের ধরিয়ে দেবে স্যাটেলাইটকর ফাঁকিবাজদের ধরতে প্রশাসন কত কিছুই না করে। তারপরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকে কর দেয় না। তাই এবার এই সব ফাঁকিবাজদের ধরতে স্যাটেলাইটের সাহায্য নেয়া হচ্ছে। সম্প্রতি ভারতের বেঙ্গালুর কর অধিদফতর এ বিষয়ে স্যাটেলাইট ইসরোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এর মাধ্যমে কর খেলাপিদের খুঁজে বার করা সম্ভব হবে। এমনকি চাইলে যেকোনো সময় নিজের করের খতিয়ান দেখে নেয়া যাবে। এ ছাড়াও বেঙ্গালুরু কর অধিদফতর অনলাইনে আরো দুটি সেবা চালু করছে। এটি যেভাবে কাজ করে, প্রথমে কর অধিদফতরে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে গিয়ে জেপটিস এ নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এরপর সিটিজেনস সার্ভিস ট্যাবের মধ্যে জিও স্প্যাটিয়াল এনেবেল্ড প্রপার্টি ট্যাক্স ইনফর্মেশনে গিয়ে জেপটিস নামে একটি অপশন দেখা যাবে। তার সঙ্গে বাড়ির ঠিকানা এবং চওউ নম্বর এন্টার করতে হবে। যদি প্রত্যেক বছর নিয়ম করে কর জমা দেয়া থাকে তাহলে আপনার প্রপার্টির রঙ সবুজ হবে। আর যদি গাঢ় গোলাপি হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি দীর্ঘ দিন কর জমা দেননি। স আকাশ নিবির



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ