পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা ব্যুরো : খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে শিপ্রা রানী কু-ু নামে এক পথচারী আহত হন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আওয়ামী লীগ, খুলনা পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর দোলখোলা শিতলা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডন জানান, সকাল সাড়ে ৯টায় শামসুর রহমান মানি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সদস্যদের সাথে কথা শেষ করে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে শিতলা বাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়ে এলাকাবাসীর সাথে কথা বলার সময় পূর্ব দিক থেকে দু’টি মোটরসাইকেলের ৬ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে গুলি চালায়। এসময় পাশে অবস্থানরত জাহাঙ্গীর নামে এক যুবক ডনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ডন উঠে দৌড় দিলে সন্ত্রাসীরা আরেকটি গুলি করে। গুলিটি শিপ্রা রানী কু-ু নামে এক পথচারীর বুকে লাগে। এরপরও তৃতীয়বারের মতো গুলি চালালে ডন দ্রুত আত্মরক্ষার্থে পাশে ইজ্জত আলীর বাড়িতে আত্মরক্ষা করেন। শিপ্রা রানী কু-ুকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা বন্দুক-পিস্তল উঁচিয়ে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। একই সাথে মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে।
সংবাদ সম্মেলনে খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান বলেন, সন্ত্রাসী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা ডনের ওপর হামলা চালিয়ে খুলনাকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। ওই সব মাদক ব্যবসায়ী আর সন্ত্রাসীদের প্রতিরোধ করায় ডনকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। কেএমপির পুলিশ তৎপর থাকলে আজ এ ঘটনা ঘটতে পারত না বলে মন্তব্য করেন তিনি। তিনি পুলিশের নীরব ভূমিকায় হতাশা ব্যক্ত করে বলেন, পুলিশ প্রশাসনকে বারবার সতর্ক করার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যে কারণে আজ তৃতীয়বারের মতো ডনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।
খুলনা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ সিদ্দিকুর রহমান, অ্যাড. সরদার রজব আলী, বিরেন্দ্র নাথ ঘোষ, আলহাজ মফিদুল ইসলাম টুটুল, হাফেজ মো: শামীম, আলী আজগর মিন্টু, অ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মনিরুজ্জামান সাগর, চৌধুরী রায়হান ফরিদ, শফিকুল আলম কিছলু, এস এম আসাদুজ্জামান রাসেল, ফেরদৌস হোসেন লাবু, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, এশারুল হক, ফয়েজুল হক টিটো, আতাউর রহমান শিকদার রাজু, গোপাল চন্দ্র সাহা, খোন্দকার বাহাউদ্দিন, আবুল হোসেন, বাদল সরদার বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।