Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকায় এসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১০:৩২ এএম

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ঢাকায় এসেছেন। ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দুই দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছন।

শুক্রবার সন্ধ্যায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঢাকা আসার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন টনি ব্লেয়ার।
উল্লেখ্য, টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।



 

Show all comments
  • Anik ৪ মার্চ, ২০২৩, ১২:৩০ পিএম says : 0
    খুনি জর্জ বুশের অন্যতম সাগরেদ এই লোকের বাংলাদেশে আসতে দেয়া জাতির জন্য লজ্জার। লক্ষ লক্ষ নিরীহ মানুষকে সে হত্যা করেছে। তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ